সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পিএলএ ড্রোনের মাধ্যমে তাইওয়ানকে ভয় দেখানোর অপচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

চীনের অত্যাধুনিক ড্রোন

পশ্চিম প্রশান্ত সাগরে অভিযান চালিয়ে তাইওয়ানকে চারদিক থেকে প্রদক্ষিণ করছে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। মূলত তাইওয়ানকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই চীনের এই পদক্ষেপ। 

জানা যায়, গত ২৮ এপ্রিল তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমান্ত অঞ্চলে প্রবেশ করে চীনা বিমান। ৩ মে, আবারও চীনা বিজেডকে-০০৫ একই পথ অনুসরণ করে। ১১ মে, চীনা সিএইচ-৪ ড্রোন তাইওয়ানের পূর্ব উপকূলের উত্তর থেকে দক্ষিণে উড়ে যায়।

ন্যাশনাল পলিসি ফাউন্ডেশন অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো চিয়েহ চুং বলেন, চীনের এই ড্রোনগুলোর লক্ষ্য ছিল তাইওয়ানের উপকূলবর্তী অঞ্চলসমূহ। সম্ভবত এই ড্রোনগুলোর মাধ্যমেই তাইওয়ানের উপর নজরদারি রাখছে চীন। 

তাইওয়ানের সামরিক বাহিনি অবশ্যই চীনা প্রতিরোধ রুখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। এই পদক্ষেপ সম্পর্কে জানতেই ড্রোনগুলোকে ব্যবহার করছে পিএলএ।

আরো পড়ুন: জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ করেছে চীন

ফ্লাইটগুলির পাশাপাশি গত ২৪ এপ্রিল তাইওয়ানের দক্ষিণ-পূর্বে মাত্র ১২০ নটিক্যাল মাইল (২২২ কিমি) দূরত্বে চীনের নতুন বিমানবাহী রণতরী শানডং-এর উপস্থিতি তাইওয়ানকে ভালোভাবেই বুঝিয়ে দেয় যে তার উপকূলীয় অঞ্চলগুলো আর নিরাপদ নয়।

মূলত এই অনুপ্রবেশের উদ্দেশ্য ছিল তাইওয়ানকে ভয় দেখানো।

এম এইচ ডি/ আই. কে. জে/

পিএলএ ড্রোন তাইওয়ান ভয় চীন

খবরটি শেয়ার করুন