সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

পূর্ব চীন ও জাপান সাগরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৬ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাশিয়া ও চীনের নৌবাহিনী পূর্ব চীন সাগর ও জাপান সাগরে যৌথ মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের আগে এ যৌথ মহড়া চালানো হয়। এদিকে এ মহড়াকে ঘিরে  জাপান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এলাকাটিতে রাশিয়ার নজরদারি উড়োজাহাজকে তাড়া করতে যুদ্ধবিমানও উড়িয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন হতে এ তথ্য জানা যায়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ মহড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, বর্তমানে কয়েকটি জাহাজের একটি বহর পূর্ব চীন সাগরের জলসীমায় রয়েছে। চীনা ও রাশিয়ার নাবিকেরা সাবমেরিন-বিরোধী ও শত্রুর বিমান হামলা প্রতিহত করার মহড়া দিয়েছেন। সমুদ্রে উদ্ধার প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধজাহাজের ডেকে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের অনুশীলনও করেছে।

এই প্রথম রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ একসঙ্গে বিশেষ এই জলসীমা দিয়ে চলাচল করল। অবশ্য এসব জাহাজ জাপানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জাপানের সবচেয়ে দক্ষিণের দ্বীপ ওকিনোতরির ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে প্রথম ওই ১১টি জাহাজ নজরে আসে।

এদিকে  যৌথ মহড়া চলাকালে রাশিয়ার দুটি নজরদারি উড়োজাহাজকে তাড়া করতে যুদ্ধবিমান উড়িয়েছে জাপান। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে চীন ও রাশিয়ার যৌথ মহড়া চলাকালে এ ঘটনা ঘটে।

এম.এস.এইচ/

চীন রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন