ছবি: সংগৃহীত
দুই দিনের ব্যবধানে রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫০-৬০ টাকা।
সোমবার (৩১ অক্টোবর) সরেজমিনে রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে। আর আলু বিক্রি হচ্ছে কেজিতে ৭০ টাকায়।
তবে ব্যবসায়ীদের দাবি ভারতের আমদানি করা পেঁয়াজের দাম বৃদ্ধির কারণেই দেশে পেঁয়াজের দাম বেড়েছে। আর সাধারণ ক্রেতারা বলছেন, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী এ সিন্ডিকেট করছেন।
কাঁচাবাজারে বাজার করতে আসা আশিক বলেন, দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৬০ টাকা বাড়ার কোনো যৌক্তিকতা নেই। সরবরাহে কোনো সংকট নেই। এমন অবস্থা হয়নি যে একদিনে আলুর দাম কেজিতে ১০ টাকা বাড়বে। সব বিক্রেতাদের কারসাজি।
এদিকে দেশের সব হিমাগারে বুধবার (১ নভেম্বর) থেকে সরকার নির্ধারিত আলুর দাম প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
ওআ/