সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পোষা প্রাণীর ভাষা বুঝতে সহায়তা করবে এআই!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

পোশা পাখির ভাষা বুঝতে এবার এআই এর ব্যবহার। ব্যাপারটা ঠিক পরিষ্কার নয়, তাই তো? দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিংকন ইউনিভার্সিটির প্রাণী আচরণ বিষয়ের অধ্যাপক ড্যানিয়েল মিলস জানিয়েছেন, মানুষ এবার থেকে এআই-এর সাহায্যে প্রাণীর সঙ্গে কথা বলতে পারবে।

প্রযুক্তি খাতে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআইয়ের সহায়তা নানা অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। বিভিন্ন অবোধ্য বিষয়কে করে তোলা হচ্ছে বোধগম্য। এমনকি প্রাণীর ভাষা বুঝতে এআইকে কাজে লাগাচ্ছেন বিজ্ঞানীরা। 

অধ্যাপক ড্যানিয়েল মিলস জানিয়েছেন, মানুষ এখন থেকে এআইয়ের সাহায্যে প্রিয় পোষ্যের সঙ্গে কথা বলতে পারবে। আর সেই কথা বুঝতেও পারবে পোষা প্রাণীটি। অর্থাৎ প্রাণী ও মানুষের মধ্যে আরও ভালো যোগাযোগ স্থাপন করা সম্ভব এর মাধ্যমে।

অধ্যাপক ড্যানিয়েল আরও বলেন, ‘এআই বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। এটি পোষ্য প্রাণীদের জন্যও ব্যবহার করা যেতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা এটাই হবে, আমরা আমাদের পোষ্য প্রাণীদের আচরণ আরও ভালভাবে বুঝতে পারব।’

আরো পড়ুন: আইফোনে আপত্তিকর কন্টেন্ট আসলেই হয়ে যাবে ব্লার

বিড়ালদের মুখের অভিব্যক্তির ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণা করে চলেছেন ড্যানিয়েল মিলস। তবে এবার এ বিষয়ে দ্য সায়েন্স সাময়ীকিতে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এই গবেষণাটি বলছে, বিড়ালরা অন্যান্য বিড়ালের সঙ্গে যোগাযোগ করার সময় ২৭৬টি মুখের অভিব্যক্তি দেয়।

ফলে সেক্ষেত্রে মানুষ নিজের মতো করে পোষ্যদের অভিব্যক্তি বুঝে নেয়। অনেক সময় এমনও হয় যে, মানুষ যা বোঝে, তার উল্টোটাই বলতে চায় প্রাণীটি।

বর্তমানে ড্যানিয়েল মিলস এবং তাঁর দল পোষ্য প্রাণীর ওপর একটি এআই সিস্টেম তৈরি করছে। যার সাহায্যে মানুষ খুব সহজেই কুকুর, বিড়াল এবং ঘোড়ার কথোপকথন বুঝতে পারবে।

ড্যানিয়েল মনে করেন, সাধারণ মানুষ এসব ব্যবহার না করলেও প্রাণী স্বাস্থ্যের ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ সাহায্য করতে পারে। 

এসি/ আই. কে. জে/


এআই পোষা প্রাণী

খবরটি শেয়ার করুন