বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

প্রজেক্টর দিয়ে দেখা যাবে টেলিভিশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

তাইওয়ানের বহুজাতিক কোম্পানি বেনকিউ নতুন পোর্টেবল প্রজেক্টর আনল। নতুন প্রজেক্টরের নাম বেনকিউ জিভি৩১। ১৩৫ ইঞ্চির প্রোজেকশন সাইজ এই প্রজেক্টরের। অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এতে, তার সঙ্গে নেটফ্লিক্স প্রি-ইনস্টল করা থাকছে। অর্থাৎ প্রজেক্টরটি দিয়েই টেলিভিশন দেখা যাবে। 

বেনকিউয়ের এই প্রজেক্টরের দাম ৮০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্যাজেটটি কেনা যাবে। 


এটি একটি চমৎকার পোর্টেবল প্রজেক্টর। ছোট্ট এই প্রজেক্টরে রয়েছে ফুল এইচডি রেজুলেশন। এই প্রজেক্টর দর্শকদের আকর্ষণীয় ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারবে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট করবে প্রজেক্টরটি। 

আরো পড়ুন : পাসওয়ার্ড মনে রাখুন সহজ উপায়ে

ফোরকে ভিডিও সাপোর্ট করবে প্রজেক্টরটি। এতে একটি ফ্রি অ্যাঙ্গেল প্রোজেকশন ফিচার রয়েছে, যা ১৩৫ ডিগ্রির ফ্লেক্সিবিলিটি দিতে পারবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অপটিমাল ভিউয়িং এক্সপিরিয়েন্স দিতে পারবে।

প্রজেক্টরের সাউন্ড আউটপুট ফ্যাসিলিটিও চমৎকার, যাতে রয়েছে  ১৬ ওয়াটের ২:১ চ্যানেল স্পিকার। প্রজেক্টরটিকে আপনি ব্লুটুথ স্পিকার হিসেবেও ব্যবহার করতে পারবেন। প্রি-ইনস্টলড অ্যানড্রয়েড টিভি ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছে প্রজেক্টরটি। রয়েছে নানাবিধ ওটিটি সার্ভিসের সাপোর্ট। তার মধ্যেই অন্যতম হল নেটফ্লিক্স।

এই প্রজেক্টরের ইউএসবি-সি পোর্টটি ফিউচার-প্রুফ কানেক্টিভিটি অফার করছে। সেই সঙ্গেই আবার ডেটা ট্রান্সফারও সাপোর্ট করবে। পাওয়ার ডেলিভারি, ডিসপ্লে পোর্ট অল্টারনেট মোডও অফার করা হচ্ছে রিভার্সিবল ডিজাইনে। ফাস্ট অটো-ফোকাস অফার করে প্রজেক্টরটি।

এস/ আই. কে. জে/ 


টেলিভিশন ওয়েবসাইট প্রজেক্টর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন