শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একই শিরোনামে একই সংবাদ ১৩ পত্রিকায়! *** সাগরের ঢেউয়ে জীবন বেঁধে ইতালিযাত্রা, বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দ্বিগুণ *** ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে: আলী রীয়াজ *** ঢাকাসহ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজ *** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

প্রজেক্টর দিয়ে দেখা যাবে টেলিভিশন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

তাইওয়ানের বহুজাতিক কোম্পানি বেনকিউ নতুন পোর্টেবল প্রজেক্টর আনল। নতুন প্রজেক্টরের নাম বেনকিউ জিভি৩১। ১৩৫ ইঞ্চির প্রোজেকশন সাইজ এই প্রজেক্টরের। অ্যানড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এতে, তার সঙ্গে নেটফ্লিক্স প্রি-ইনস্টল করা থাকছে। অর্থাৎ প্রজেক্টরটি দিয়েই টেলিভিশন দেখা যাবে। 

বেনকিউয়ের এই প্রজেক্টরের দাম ৮০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্যাজেটটি কেনা যাবে। 


এটি একটি চমৎকার পোর্টেবল প্রজেক্টর। ছোট্ট এই প্রজেক্টরে রয়েছে ফুল এইচডি রেজুলেশন। এই প্রজেক্টর দর্শকদের আকর্ষণীয় ভিজ়ুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারবে। স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট করবে প্রজেক্টরটি। 

আরো পড়ুন : পাসওয়ার্ড মনে রাখুন সহজ উপায়ে

ফোরকে ভিডিও সাপোর্ট করবে প্রজেক্টরটি। এতে একটি ফ্রি অ্যাঙ্গেল প্রোজেকশন ফিচার রয়েছে, যা ১৩৫ ডিগ্রির ফ্লেক্সিবিলিটি দিতে পারবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অপটিমাল ভিউয়িং এক্সপিরিয়েন্স দিতে পারবে।

প্রজেক্টরের সাউন্ড আউটপুট ফ্যাসিলিটিও চমৎকার, যাতে রয়েছে  ১৬ ওয়াটের ২:১ চ্যানেল স্পিকার। প্রজেক্টরটিকে আপনি ব্লুটুথ স্পিকার হিসেবেও ব্যবহার করতে পারবেন। প্রি-ইনস্টলড অ্যানড্রয়েড টিভি ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছে প্রজেক্টরটি। রয়েছে নানাবিধ ওটিটি সার্ভিসের সাপোর্ট। তার মধ্যেই অন্যতম হল নেটফ্লিক্স।

এই প্রজেক্টরের ইউএসবি-সি পোর্টটি ফিউচার-প্রুফ কানেক্টিভিটি অফার করছে। সেই সঙ্গেই আবার ডেটা ট্রান্সফারও সাপোর্ট করবে। পাওয়ার ডেলিভারি, ডিসপ্লে পোর্ট অল্টারনেট মোডও অফার করা হচ্ছে রিভার্সিবল ডিজাইনে। ফাস্ট অটো-ফোকাস অফার করে প্রজেক্টরটি।

এস/ আই. কে. জে/ 


টেলিভিশন ওয়েবসাইট প্রজেক্টর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন