রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে গত মাসে মিরপুর টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি তামিম ইকবালের দল।

সবুজ উইকেট, একটু ময়েশ্চার থাকবে--এ আশায় টসে জিতে ফিল্ডিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। শহীদির সঙ্গে টস করতে নেমেছেন তামিম ইকবাল। ফলে এ ম্যাচের আগের আলোচিত প্রশ্নের উত্তরও আছে তাতেই।

বাংলাদেশ একাদশে ফিরেছেন আফিফ হোসেন। চট্টগ্রামের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বাদ পড়েছিলেন তিনি। টেস্ট সিরিজে বিশ্রামে থাকা রশিদ খানরা তো ফিরেছেনই, চট্টগ্রামে অভিষেক হচ্ছে পেসার সেলিম সাফির। 

বাংলাদেশ একাদশ 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আরো পড়ুন: সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

আফগানিস্তান একাদশ 

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

এম/  


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন