সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো এআই প্রযুক্তিতে ভাষণ দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং কাশী তামিল সঙ্গমম উদ্বোধনে রোববার (১৮ই ডিসেম্বর) উপস্থিত ছিলেন তিনি। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর বিশেষ অনুষ্ঠান এই কাশী তামিল সঙ্গমম।

এ উপলক্ষে বারানসিতে তামিলনাড়ু ও কাশীর মানুষ নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার সময় ভাষণ দিতে গিয়ে এই প্রযুক্তি ব্যবহার করেন মোদি। প্রথমবার তার ভাষণে ব্যবহৃত হয়েছে রিয়েল টাইম এআই ট্রান্সলেশন প্রযুক্তি।

আরো পড়ুন: আবারো ক্ষমতায় আসছেন মোদি, গ্যারান্টি দিয়েছেন অমিত শাহ

দক্ষিণ ভারতের লোক, যারা হিন্দি ভাষা বুঝতে পারবেন না, তাদের জন্য রিয়েল টাইমে সেই ভাষণ তামিলে ট্রান্সলেট করে দেয় এআই। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, আজ নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হলো এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, আগামী দিনে এই প্রযুক্তিই আমায় আপনাদের কাছে পৌঁছে দিতে আরো বেশি সাহায্য করবে।

কাশী তামিল সঙ্গমমের পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রাতেও অংশ নেন তিনি। দেশবাসীর জন্য মোদি সরকার যে সব প্রকল্প তথা স্কিম চালু করেছে, এই যাত্রায় তারই প্রচার ও প্রসার ঘটবে।

এইচআ/ আই. কে. জে/

এআই নরেন্দ্র মোদি মোদি

খবরটি শেয়ার করুন