ইউন সুক ইওল। ফাইল ছবি
আগামী সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল।
মঙ্গলবার (২২ আগস্ট) ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিশ্রির সাথে সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে বিশেষ আগ্রহী। একারণে তিনি সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে যাচ্ছেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার কথা ব্যক্তও করেন তারা।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন