বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনালের আগে ভারতকে হুংকার অস্ট্রেলিয়া কোচের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়া। চোটের কারণে জশ হ্যাজেলউড ছিটকে গেলেও তা পুষিয়ে উঠতে দৃঢ়প্রত্যয়ী কোচ ম্যাক ডোনাল্ড। ব্যাটিং ও বোলিং ইউনিটে নিজেদের শক্তিতে আস্থা রেখে ভারতকে হারানোর সক্ষমতা আছে বলেও মন্তব্য করেন তিনি।

ওভালে ৭ জুন অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শেষ মুহূর্তের ব্যস্ততায় অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দুদল। ফাইন টিউনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা।

নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাক ডোনাল্ড। তবে, মাঠে নামার আগেই দলের জন্য দুঃসংবাদ হয়ে এলো জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়া। কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউডদের পেইস অ্যাটাক ভারতীয় ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারতো।

ফাইনালের আগে অভিজ্ঞ পেসারের ছিটকে পড়াটা দলের জন্য কিছুটা চিন্তার কারণ হলেও, পরিকল্পনামাফিক খেলে যেকোনো পরিস্থিতি উতরে যাওয়া সম্ভব বলে মনে করেন অজি কোচ। নিজেদের ব্যাটিং ও বোলিং ইউনিটের স্ট্রেন্থ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তিনি।

ডোনাল্ড বলেন, ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সবই আমরা এখানে পেয়েছি। গেল দুই বছর আমরা ভিন্ন সময়ের মধ্যদিয়ে গেছি। আমাদের বোলিং ও ব্যাটিং ইউনিটের স্ট্রেন্থ নিয়ে আমি আত্মবিশ্বাসী। জশ হ্যাজেলউড ছিটকে পড়লেও, আমরা পরিকল্পনা অনুযায়ী মাঠে নামব। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

 হ্যাজেলউডের বিকল্প মাইকেল নেসারে আস্থা রাখছে মাইটি অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন নেসার। গ্ল্যামর্গনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ১৯ উইকেট। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দুটি টেস্ট খেলেছেন এ পেসার। ১৬.৭১ গড়ে নিয়েছেন ৭টি উইকেটও।

আরো পড়ুন: নিজের শেষ ম্যাচে সব আলো কেড়ে নিলেন করিম বেনজেমা

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজ ২-১-এ হেরেছিল অস্ট্রেলিয়া। ভারতের কন্ডিশনে লড়াই করলেও, অশ্বিন-জাদেজার ঘূর্ণির কাছেই হার মানতে হয়েছিল তাদের। তবে, এবার ওভালের পেস সহায়ক উইকেটে ভিন্ন কিছু করার পরিকল্পনা অজিদের।

ডোনাল্ড বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ভারত যেভাবে খেলে সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমার মনে হয়, তাদের খেলার ধরনে খুব একটা অপরিচিত কিছু নেই। আমরা সেগুলো ট্র্যাক করার চেষ্টা করেছি। তবে, আমরা নিজেদের খেলার দিকেও ফোকাস করছি। দলের বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বুধবার (৭ জুন) মুখোমুখি হবে দুদল।

এম/



Important Urgent

খবরটি শেয়ার করুন