বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের *** সন্ত্রাসবিরোধী আইনকে সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: প্রথম আলো *** একুশের বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু *** তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি *** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

ফারহানকে নিয়ে কোনো কথা বলব না, এটা ব্যক্তিগত: তিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বুধবার মধ্যরাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সকাল নাগাদ খবরটা চাউর হতেই জানা যায়, মধ্যরাতে ‘প্রেমঘটিত’ কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

তবে সুস্থ হয়ে বাসায় ফিরে অভিনেত্রী অসুস্থতা ও আত্মহত্যার চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। যেই পোস্ট ঘিরেও ছিল নানা প্রশ্ন।

এবার ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টির বর্ণনা দিলেন অভিনেত্রী তিশা।

লাইভে এসে তিশা বলেন, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তো আপনারা অনেক কথা বলেন, কথা বলতে পছন্দ করেন, এতে আসলে আমার কোনো আপত্তি নেই। আজকে সারাদিন একটা নিউজ দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি—তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন।

আত্মহত্যা কাকে বলে প্রশ্ন রেখে তিশা বলেন, আমি নিজে বিষয়টি নিয়ে একটি ইন্টারভিউতে বলেছি, আত্মহত্যা কোনো কিছুর তো সমাধান হতে পারেনা। সেখানে আমি অত্মহত্যা করব? আমার মতো একজন মানুষ? আমি কেন আত্মহত্যা করব!

তিশা আরো বলেন, আমার বাবা মারা গেছেন দুই বছরও হয়নি। তার পর থেকে আমি খুব স্ট্রং জীবন পার করছি। আমার বাবা আমাকে একজন স্ট্রং মেয়ে বানিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওই জায়গা থেকে মনে হয় আমি আমার জীবনের সবকিছুর সঙ্গে লড়াই করতে পারব।

আমার মনে হয়েছে, বাবা চলে যাওয়ার চেয়ে জীবনে আর কিছু নেই, যেটার থেকে বেশি কষ্ট আমি পাব। যেটার জন্য আমার সুইসাইড করতে হবে।

গতকালের ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, আমি খুবই অসুস্থ ছিলাম। ফুড পয়জনিং হয়েছিল। গ্যাসট্রিকের ব্যথা হচ্ছিল। আমার ফেসবুক হ্যাক হয়েছিল। সবকিছু মিলিয়ে আমি হতাশ ছিলাম। মানসিকভাবে আপসেট ছিলাম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। এরপর রাতে প্রতিদিনের ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ খাই।

ভালো ঘুমের জন্য বেশি ওষুধ খেয়েছেন জানিয়ে তিশা বলেন, আমি ঠিকমতো ঘুমাবো বলেই পরিমাণে একটু বেশি নিয়েছি। পাওয়ার কতো তা দেখিনি। ডাক্তারের দেওয়া ওষুধ ছিল না। তারপর আমি বমি করি। ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার কোনো সেন্স ছিল না। সরকারি হাসপাতালে মনে করেছে এটা একটা সুইসাইড কেস। তাই বেসরকারি হাসপাতালে ভর্তি করতে বলে। আনাকে নিয়ে রিস্ক নেবে না বলে পরিবারের সিদ্ধান্তে ভেতরে থাকা ওষুধ বের করতে ওয়াশ করা হয়। আমি ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে।

মুশফিক আর. ফারহানের সঙ্গে প্রেমের বিষয়ে কোনো কথা বলবেন না জানিয়ে তিশা বলেন, মুশফিক আর. ফারহানের সঙ্গে আমার প্রেম এক রকম গুঞ্জন, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমি কোনো কথা বলব না। ফারহানকে নিয়ে কোনো কথা বলব না। সেটা প্রেম হোক আর না হোক। এটা আমার ব্যক্তিগত বিষয়। যখন আমার মনে হবে বিষয়টি মানুষের সামনে তুলে ধরা উচিত, কার সঙ্গে প্রেম করছি, কাকে বিয়ে করছি, সেদিনই বলব।

লাইভের শেষে অভিনেত্রী তিশা বলেন, আমি কখনো আত্মহত্যা করব না। এটা আমার পরিবারের শিক্ষা না। মানুষের জীবনে দুঃখ-কষ্ট থাকবেই। আমি এমন একজন মানুষ, যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে।

এসকে/

তানজিন তিশা মুশফিক আর. ফারহান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250