শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে কিনতে চায় সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পথে ‘এক ধাপ’ এগোতে চায় সৌদি আরব। আবার এ সম্পর্ক গড়ে ফিলিস্তিনিদের ‘হতাশ বা ক্ষুব্ধ’ করতে চায় না রিয়াদ। যার কারণে তারা ফিলিস্তিনের প্রেসিডেন্ট  মাহমুদ আব্বাস সরকারকে প্রস্তাব দিয়েছে, সৌদি আবারও ফিলিস্তিনি সরকারকে আর্থিকসহ অন্যান্য সহায়তা দেবে যদি তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সায় দেয়। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচের ইহুদিবাদী ইসরায়েল সৌদি আরবের সঙ্গে দীর্ঘ সময় ধরে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ফিলিস্তিন এবং মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর চাপের কারণে এক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখায় না সৌদি।

২০২১ সাল থেকে ফিলিস্তিনি সরকারকে সব ধরনের সহায়তা বন্ধ করে দেয় সৌদি। দেশটির কয়েকটি সূত্র ওয়ালস্ট্রিটকে জানিয়েছেন, সৌদির আশা যদি এখন আবারও তারা সহায়তা দেন তাহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়লে ফিলিস্তিনি নেতাদের সমর্থন পাওয়া যাবে। সঙ্গে আবার সমালোচকদের মুখও বন্ধ করা যাবে। যারা বলবেন, নিজেদের স্বার্থে ফিলিস্তিনিদের পরিত্যাগ করেছে রিয়াদ। 

অবশ্য সৌদির এ প্রস্তাবের বিষয়টি নিয়ে ফিলিস্তিন ভাবছেও। যদিও আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে দেশটির নেতৃবৃন্দ এখনো এক আছেন। কীভাবে দ্রুত স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে কথা বলতে আগামী সপ্তাহে সৌদিতে একটি প্রতিনিধি দলও পাঠাবে তারা। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, গত এপ্রিলে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওই সময় তিনি আব্বাসকে এ প্রস্তাবটি দেন। 

অবশ্য সাহায্যের বিষয়টি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। ফিলিস্তিনের বর্তমান যে সরকার রয়েছে তারা মূলত পুরো ফিলিস্তিন নিয়ন্ত্রণ করতে পারে না। আর এ সুযোগে ফিলিস্তিনে বিভিন্ন ইসরায়েল বিরোধী ও স্বাধীনতাপন্থি সশস্ত্র গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। এসব গোষ্ঠী মাহমুদ আব্বাস সরকারকে তোয়াক্কা করে না। সৌদির বিশ্বাস যদি তারা ফিলিস্তিনকে আবারও সহায়তা দেওয়া শুরু করে তাহলে অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের বর্তমান সরকারের বৈধতা আবারও বাড়বে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

এসকে/ 

যুক্তরাষ্ট্র সৌদি আরব ফিলিস্তিন

খবরটি শেয়ার করুন