ছবি: সংগৃহীত
২০২১ সাল থেকে বঙ্গমাতা পদক দিয়ে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে এবার চার বিশিষ্ট নারীর সঙ্গে পদক পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা।
আগামী মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে এই পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গমাতা পদক প্রদান করবেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, পদক প্রাপ্তরা অর্থ পুরস্কারও পাবেন। সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় ছিলেন ২৩ জন। এই ২৩ জনকে পদকের সঙ্গে দেওয়া হবে এক লাখ টাকা করে।
আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৭ আগস্ট ২০২৩)
ফুটবল দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা করে প্রদান করা হলেও স্বর্ণপদক দেওয়া হবে একটি। দলের পক্ষে পদক গ্রহণ করবেন অধিনায়ক সাবিনা খাতুন।
অনুষ্ঠানে চারজন নারীকেও দেওয়া হবে পদক। তাদের প্রত্যেককেও স্বর্ণপদকের সঙ্গে দেওয়া হবে ১ লাখ টাকা করে।
এম/