মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে খালি চোখে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ শনিবার (২৮ অক্টোবর)। এই গ্রহণ শনিবার দিবাগত রাতে শুরু হলেও শেষ হবে রবিবারে।  বছরের শেষ চন্দ্রগ্রহণটি হবে অর্ধ চন্দ্রগ্রহণ।

জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটি এ তথ্য জানিয়েছে। 

জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি মজিক আবু জাহরা বলেন, সৌদি আরবের সব অঞ্চল থেকে অর্ধ চন্দ্রগ্রহণ দেখা যাবে। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে এটি দেখা যাবে। 

তিনি আরও বলেন, সৌদি আরবের পাশাপাশি ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। সৌদির স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়ে চলবে ১১টা ৫২ মিনিট পর্যন্ত। 

পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মূলত সূর্য থকে চাঁদে আলো আসতে বাধা সৃষ্টি করে পৃথিবী। 

একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর বিপরীত প্রান্তে থাকে। কিন্তু যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না। পৃথিবী এতে বাধা সৃষ্টি করে। 

এদিকে ইউরোপ ও আফ্রিকার পাশাপাশি মধ্যরাতে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে।

সূত্র: আরব নিউজ 

ওআ/


চন্দ্রগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন