শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

বয়স কোনও বাধাই নয়, প্রমাণ করে দিলেন টুইঙ্কেল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

বয়স কোনও বাধাই নয় আবারও যেন এই সত্যিটা মনে করিয়ে দিলেন টুইঙ্কেল খান্না। সম্প্রতি অক্ষয় কুমারের ঘরণী সেই প্রমাণ দিলেন। এই অভিনেত্রী গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডনে ফিকশনাল রাইটিংয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানালেন টুইঙ্কেল। একই সঙ্গে করণ জোহরকেও একহাত নিলেন একটি বিশেষ কারণে।

ইনস্টাগ্রাম এবং টুইটারে মাস্টার ডিগ্রি অর্জনের খবরটি পোস্ট করে ৪৯ বছর বয়সী অভিনেত্রী লেখেন, এটা আমার জন্য একটা বড় বিষয়। প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম খবরটা দিতে। কিন্তু এটা সত্যি প্রমাণ করে দিল যে বয়স কেবল একটা সংখ্যা, সেটা কোনও ভাবেই তোমার লক্ষ্য থেকে তোমায় সরাতে পারে না।

আরো পড়ুন : সোনাল চৌহানের দিকে অপলক দৃষ্টিতে শাকিব খান

বলিউডের এই নায়িকা আরও লেখেন, আমি এক্সসেপশনাল ডিসটিঙ্কশন পেয়েছি আমার ফাইনাল ডেজারটেশনের জন্য। এটা তো এখন প্যাট কাভানাগ প্রাইজের জন্যেও লং লিস্টে স্থান পেয়েছে। এদিন নিজের এই সুখবর দেওয়ার পাশাপাশি নির্মাতা-উপস্থাপক করণ জোহরের সঙ্গে মশকরা করেন টুইঙ্কেল। তিনি বলেন, করণ জোহর নাকি স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় ভুল কাস্ট করেছেন।

এই অভিনেত্রী লেখেন, আমি এই বিষয়ে বলতে পারি আমার এক পুরনো বন্ধু স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় ভুল লোককে নিয়েছিল। তার এই পোস্টে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক কাপুর, ফারাহ খান আলি তাকে বাহবা দেন তার কৃতিত্বের জন্য।

এস/আই.কে.জে

বয়স টুইঙ্কেল প্রমাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250