সোমবার (২৮ আগস্ট) মার্টিন লুথার কিং জুনিয়রের ছেলে ও মেয়েদের সঙ্গে একান্তে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: এ নিউজ
বর্ণবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, “বর্ণবাদ শেষ করার সময় এসেছে। কৃষ্ণাঙ্গদের জীবন যাতে হুমকির মুখে না পড়ে, তা সরকারকে সুনিশ্চিত করতে হবে।”
সোমবার ( ২৮ আগস্ট) মার্টিন লুথার কিং জুনিয়রের ‘আই হ্যাভ আ ড্রিম’ ভাষণের ৬০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাইডেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি দোকানে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের দিকে গুলি চালিয়েছে ২১ বছরের এক যুবক। পরে সে নিজেও আত্মহত্যা করে। সেই প্রসঙ্গ টেনেই অনুষ্ঠানে বর্ণবাদের বিরুদ্ধে এমন কড়া বার্তা দিলেন তিনি।
এসময় বাইডেন আরো বলেন, “বর্ণবাদ এবং বিদ্বেষমূলক আক্রমণ বন্ধ করার জন্য সরকার কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। যাতে মূল থেকে এই ধরনের অপরাধকে উৎপাটিত করা যায়।”
অনুষ্ঠানে প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, “যুক্তরাষ্ট্রে কালো এবং সাদা মানুষের মধ্যে বিশেষ কোনও তফাৎ নেই। কিন্তু কেউ কেউ তফাৎ তৈরির চেষ্টা করছে। আমাদের দায়িত্ব তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই এই বিদ্বেষের মধ্য়ে ঢুকতে দেওয়া যাবে না।”
হোয়াইট হাউসে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে মার্টিন লুথার কিং জুনিয়রের ছেলে ও মেয়েদের সঙ্গে একান্তে বৈঠকও করেন বাইডেন ও কমলা হ্যারিস।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন