শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি ভাড়া নেওয়ার আগে যে বিষয়ে সতর্ক হওয়া জরুরি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

মানুষকে এখন বিভিন্ন কাজের তাগিদে বা জীবিকা নির্বাহের জন্য নিজের বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। তবে ভাড়া বাড়িতে থাকার অভিজ্ঞতা একেক জনের একেক রকম। অনেকেরই ভাড়া বাড়িতে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। বাড়ি ভাড়া নেওয়ার আগে এ কারণে প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। যেমন-

ভাড়ার চুক্তি করুন: বাড়িতে ঢোকার আগে অবশ্যই আগে চুক্তি করে নিন। মনে রাখতে হবে ভাড়া পরিশোধের তারিখ, ভাড়া বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ চার্জ এবং যেকোনো ধরনের জরিমানা ভাড়া চুক্তিতে আগে থেকে লিখতে হবে এবং ভালোভাবে পড়ে তবেই সই করুন।

চুক্তির দুটি কপি রাখুন: সবসময় বাড়ির মালিকের স্বাক্ষরিত নথি বা চুক্তির দুটি কপি রাখুন। বাড়িওয়ালা তার নিজস্ব কোনও শর্ত যোগ করেছেন কিনা তা মনে রাখবেন।

নিরাপত্তা সম্পর্কে তথ্য: চুক্তির সময়ে যদি নিরাপত্তা হিসেবে আমানত দিতে হয় তাহলে অর্থ প্রদানের সেই শর্তাবলী সাবধানে পড়ুন। বাড়িটি খালি করার সময়, কখন ফেরত দেওয়া হবে সে সম্পর্কে এই সব তথ্য আগে থেকে জেনে নিন।

আরো পড়ুন: যত্নেই সুন্দর হয় হাত-পা

প্রতি মাসে একটি রসিদ নিন: ভাড়া পরিশোধের পর প্রতি মাসে রসিদ নিতে ভুলবেন না। অনলাইনে পেমেন্ট করলে ভালো হয়। এর সাথে আপনার কাছে সবসময় সবকিছুর হিসাব রাখুন।

পানি ও বিদ্যুতের হিসাব রাখুন: কোন সময়ে পানি আসে বা বিদ্যুতের মিটার আলাদা আছে কি না, এসব তথ্য আগে থেকে জেনে নিন। যদি একাধিক ভাড়াটিয়া থাকে তাহলে অর্থপ্রদানের পদ্ধতিটি সহজ রাখুন এবং আগে থেকেই এটি পরিষ্কার করুন।

চাবির দিকে মনোযোগ দিন: সবসময় প্রধান দরজা এবং বাড়ির অন্যান্য দরজার চাবি জোড়ায় জোড়ায় রাখুন। বাড়ি খালি করার সময়, সব জিনিসগুলি গুণে ফেরত দিন। সব জিনিসের ছবি তুলে সংরক্ষণ করলে তা আরও ভালো।

এস/ আই. কে. জে/

মানুষ সতর্কবার্তা বাড়ি ভাড়া প্রাথমিক

খবরটি শেয়ার করুন