সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বারবার একই চরিত্র করতে মজা লাগে না : বাপ্পারাজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

একটা সময় নিয়মিত অভিনয় করতেন বাপ্পারাজ। বাংলা সিনেমার ‘ট্র্যাজিক হিরো’ হিসেবে দর্শকের মনে গেঁথে আছেন। বেশির ভাগ সিনেমায় তিনি ব্যর্থ প্রেমিক হিসেবে আবির্ভূত হতেন। সেই সব ছবির ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়।

এ ধরনের চরিত্রে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাপ্পারাজ। তিনি বলেন, ‘অনেকেই মনে করেন আমার সব সিনেমা হয়ত এমন। কিন্তু না। আমি অ্যাকশন, পারিবারিক গল্পের ছবিও অনেক করেছি। তবে হ্যাঁ, ওইসব চরিত্রগুলো হয়তো ঠিকঠাকভাবে করতে পেরেছি বলে দর্শকদের মাথায় রয়ে গেছি। ওইসব গান বা সংলাপগুলো এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ছড়াছড়ি হয়। এগুলো দেখে আমার ভালো লাগে। যে অভিনেতা মানুষের মনের মধ্যে কাজ দিয়ে যেতে পারবে সে আসলে তার স্থানে সফল হয়ে যায়।’

আরো পড়ুন : পূজায় বিশেষ উপহার দিয়েছেন একজন, সেটা বলা যাবে না : পূজা চেরি

এখন সিনেমায় অভিনয় করেন না কেন—জানতে চাইলে বাপ্পারাজ বলেন, ‘যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র! বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্র করতে চাই। এখন এফডিসির বাইরে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। কথাটা আরও পাঁচ বছর আগে বলেছিলাম। মিডিয়ার ডিরেক্টররাই ভালো করছে। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এফডিসি সিনেমাটোগ্রাফি, নির্মাণ এবং কনসেপ্ট সবদিক থেকে পিছিয়ে আছে।’

নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। ১৯৮৬ সালে বাবার পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ। সবশেষ ‘পোড়ামন-টু’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।

এস/ আই. কে. জে/

বাপ্পারাজ একই চরিত্র

খবরটি শেয়ার করুন