শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

বাস চালানো শিখছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ। বছরজুড়ে অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি। বর্তমানে ছবিটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

পর্দায় চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে কতশত কসরতই না করেন অভিনেতারা। এবার নতুন একটি ওয়েব সিরিজে অভিনয়ের প্রয়োজনে বাস চালানো শিখছেন মৌসুমী। সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেই জানিয়েছেন সেকথা।

মৌসুমী হামিদ বলেন, ‘বর্তমানে এই সিনেমার প্রচারণায় ব্যস্ত রাখছি নিজেকে। চলতি বছরের শেষ দিকে নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরুর কথা রয়েছে। যার জন্য আমাকে বাস চালানো শিখতে হচ্ছে। আশা করছি আরও নতুন কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারব।’

শুক্রবার (১৮ আগস্ট) মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ । প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় ছবিটি পরিচালনা করেছেন তারই কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।

এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরি, শিল্পী সরকার অপু প্রমুখ।

মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’ সিনেমা দুটি। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। অন্যদিকে, প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে একই শিরোনামে সিনেমা বানিয়েছেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।

ওআ/

মৌসুমী হামিদ অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250