সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িতে টবেই হবে আলু চাষ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বাংলাদেশে বিভিন্ন ফসলের মধ্যে আলুর চাহিদা খুব বেশি। এই আলু আপনি চাইলেই বাড়িতে টবে লাগাতে পারেন। 

আমরা অনেকেই বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করতে ভালোবাসি। এই চাষগুলো বাণিজ্যিকভাবে না করলেও এর দ্বারা পরিবারিক চাহিদা মেটানো সম্ভব। তবে অনেকের চাষ বাস করার ইচ্ছা থাকলেও জায়গার অভাবে তা করা হয় না। বিশেষ করে যারা শহরে বসবাস করে জমির অভাবে তাদের চাষ করা হয় না।

তবে এবার আলু চাষে এক অভিনবত্ব এনেছেন হরিয়ানার কৃষকরা। হরিয়ানার করনালে অবস্থিত এলাকার কৃষকেরা এখন জমি ছাড়া টবে আলু চাষ করছেন। আর এর ফলে ফলনও হবে ১০ গুণ বেশি। শুনতে অবাক লাগলেও নতুন অ্যারোপনিক চাষাবাদ পদ্ধতি শুরু হয়েছে কেন্দ্রের তরফ থেকে। 

আরো পড়ুন: একটানে জালে উঠে আসলো ৭ লাখ টাকার শিং মাছ!

এই পদ্ধতির মাধ্যমে একটি গাছে ৪০ থেকে ৬০টি ছোট আলুর ফলন হবে। এই পদ্ধতিতে ফলন প্রায় ১০ থেকে ১২ গুণ বৃদ্ধি পাবে। 

এই প্রকল্পটির নাম থেকেই বোঝা যাচ্ছে টবে আলু জন্মানো। এই পদ্ধতির মাধ্যমে গাছে যতটুকু পুষ্টি দেওয়া হয়, তা মাটি দিয়ে নয়, বরং ঝুলন্ত শিকড় দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতির ফলে আলুগুলো মাটিবাহিত যেকোনো রোগ থেকে মুক্ত থাকবে। এই প্রযুক্তির মাধ্যমেই ভালো মানের বীজের ঘাটতি পূরণ করা হবে। 

এসি/ আই. কে. জে/




আলু চাষ টব

খবরটি শেয়ার করুন