বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যাবে, এমন আশঙ্কা থাকার সত্ত্বেও সৌদি আরব ও রাশিয়া রপ্তানি কমানোর কারণে আবারও বাড়ছে তেলের দাম। 

সোমবার (২১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৬১ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৪১ ডলারে ওঠে যায়। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৯৯ ডলারে।  খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর।  

এদিকে মঙ্গলবার (২২ আগস্ট) সেপ্টেম্বর মাসের জন্য ডব্লিউটিআই ক্রুডের চুক্তির মেয়াদ শেষ হবে। অক্টোবর মাসে সরবরাহ হতে যাওয়া এই তেলের দাম ৫৬ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮১ দশমিক ২২ ডলারে।

গত সপ্তাহের আগপর্যন্ত টানা ৭ সপ্তাহ ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে। পরে গত সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দাম ২ শতাংশ কমে যায়। মূলত যুক্তরাষ্ট্রের নীতি সুদহার আরও সময় ধরে বাড়তি থাকবে, এমন ধারণায় ডলারের দর বেশি থাকা এবং চীনের আবাসন খাতের দুরবস্থায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির আশঙ্কায় গত সপ্তাহে জ্বালানির তেলের দাম কমে যায়। 

এদিকে বছরের বাকি অংশজুড়ে তেলের দাম বাড়তে পারে বলে মনে করেন আইএনজি এর কমোডিটি রিসার্চের প্রধান ওয়ারেন প্যাটারসন।

শিপট্র্যাকিং ফার্ম কেপলারের বরাতে সিঙ্গাপুরের ৮ ভ্যান্ট এইডজডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার স্টেফানো গ্রাসো বলেছেন, আগস্টে ওপেক প্লাস কম অপরিশোধিত তেল রপ্তানি করবে। সামগ্রিকভাবে সরবরাহ কমলেও চাহিদা বাড়ছে। যদি মন্দা হয়ে চাহিদা কমে না যায়, তাহলে ওপেক ও সহযোগী দেশগুলো হাতে তেলের বাজারের নিয়ন্ত্রণ থাকবে। 

এদিকে বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক চীন এই বছরের শুরুর দিকে বিপুল পরিমাণ তেল আমদানি করে পরিশোধনাগারগুলোয় মজুত করে রেখেছে। তবে বর্তমানে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় তেল কেনা কমিয়ে দিয়েছে দেশটি।

চীনা কাস্টমস ডেটার তথ্য অনুসারে, গত মাসে সৌদি আরব থেকে জ্বালানি তেল কেনা ৩১ শতাংশ কমিয়েছে চীন। কিন্তু বিপরীতে রাশিয়া থেকে এখনও ছাড় করা মূল্যে তেল কিনে যাচ্ছে দেশটি।

এসকে/ 



রাশিয়া সৌদি আরব আন্তর্জাতিক বাজার জ্বালানি তেলের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250