শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও বৈষম্য চান না প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

দেশের বিশ্ববিদালগুলোর মধ্যে কোনও রকমের বৈষম্য চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা হোক সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

বুধবার (১৭ই জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

শিক্ষামন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী বলেছেন— বিশ্ববিদালয়ের মধ্যে কোনও রকমের বৈষম্য থাকা উচিত নয়। সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক। 

মন্ত্রী বলেন, আমাদের দেশের  প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে হোয়াইট কালার জবে যেতে পারছে। সকলের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃস্টি হয়েছে। 

শিক্ষামন্ত্রীর বিশ্ববিদ্যালয় পরিচালনায় ফ্যাকাল্টিদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ও গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করার কথা বলেন মন্ত্রী। 

আরও পড়ুন: ‘দ্বীনি শিক্ষার প্রসারে জামিয়ার শিক্ষকদের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার’

শিক্ষামন্ত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি স্থায়ী করা এবং পেনশন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন। 

ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সমন্বয়ের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দেয় হয়। ইন্ডাসট্রি বলতে আমরা বুঝি ফিজিক্যাল ইন্ডাসট্রিজ, মানে কলকারখানা। আমি বলছি— ভোকেশন।  ভোকেশনের সঙ্গে অ্যাকাডেমিয়ার লিংক বড় বিষয়।

এসকে/ এএম/ 

প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়

খবরটি শেয়ার করুন