বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** শীতে পিঠ ব্যথা করে—টাইম ম্যাগাজিনকে তারেক রহমান *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে

অ্যাশেজ সিরিজ

বৃষ্টির ফাঁকেই লাবুশেনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

মার্নাস লাবুশেন - ছবি: সংগৃহীত

ওল্ড ট্রাফোর্ড টেস্টে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ভরসার নাম এখন বৃষ্টি। ইংল্যান্ডের বিপক্ষে হার এড়াতে তারা যে অনেকটাই বৃষ্টির মুখপানে চেয়ে সেটা স্বীকারও করে নিয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড। চতুর্থ দিন বৃষ্টির ফাঁকে খেলা হয়েছে মাত্র একটি সেশনের। তাতে ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন টেস্টের সাবেক নম্বর ওয়ান ব্যাটার মার্নাস লাবুশেন।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ দুইদিনেই আছে বৃষ্টির পূর্বাভাস। চতুর্থ দিনের প্রথম সেশনের পুরোটাই এদিন ভেসে গেছে বৃষ্টিতে। একটি বলও মাঠে গড়াতে পারেনি এই সেশনে। স্থানীয় সময় বেলা এগারোটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও খেলা মাঠে গড়তে গড়াতে বেজে যায় বেলা পৌনে তিনটা।


ছবি: সংগৃহীত

দ্বিতীয় সেশনে আর বৃষ্টি বাগড়া দেয়নি। ৪ উইকেটে ১১৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া চা বিরতিতে যাওয়ার আগে দিন শেষ করেছে ৫ উইকেটে ২১৪ রান তুলে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৬১ রান পিছিয়ে অজিরা। এদিন চা বিরতির সময়ই বৃষ্টি নামলে আর খেলা মাঠে গড়াতে পারেনি। পঞ্চম দিনেও হার এড়াতে বৃষ্টির জন্যই প্রার্থনা করছে অজিরা।

দিনের যে এক সেশনের খেলা হয়েছে তাতে অবশ্য মার্নাস লাবুশেন অবশেষে চলতি অ্যাশেজে সেঞ্চুরির মুখ দেখেন। ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটের বলে উইকেটকিপার জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৭৩ বলে ১১১ রান করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৩ জুলাই ২০২৩)

পঞ্চম দিনে অজিদের হয়ে ব্যাট করতে নামবেন ৩১ রানে অপরাজিত মিচেল মার্শ, তার সঙ্গী ৩ রান করা গ্রিন। এই টেস্টে ইংলিশরা জয় ছিনিয়ে আনতে না পারলে চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর সুযোগ হারাবে ইংল্যান্ড।

এম/


সেঞ্চুরি অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250