সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বেসামরিক হত্যার দায় পশ্চিমাদের উপর চাপালো হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

হামাসের কর্মকর্তা ওসামা হামদান। ছবি: সংগৃহীত

গাজায় বেসামরিক নাগরিক হত্যার জন্য আমেরিকা ও পশ্চিমাদের দায়ী করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। 

বুধবার (১৮ অক্টোবর) হামাসের কর্মকর্তা ওসামা হামদান লেবাননে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

এসময় তিনি বলেন, গাজায় নিরস্ত্র বেসামরিক মানুষদের হত্যার জন্য সম্পূর্ণভাবে দায়ী আমেরিকা ও পশ্চিমা দেশগুলো, কারণ তারা ইসরায়েলকে সমর্থন করছে। বেসামারিক মানুষদের বিরুদ্ধে ইসরায়েলের এ যুদ্ধকে সমর্থন দিচ্ছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় ৫০০ জন নিহত হওয়ার ঘটনার পর হামাসের পক্ষ থেকে এ মন্তব্য আসলো বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গাজা উপত্যকায় এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস।

এদিকে হামাসের এ দাবিকে প্রত্যাখ্যান করে ইসরায়েল দাবি করেছে, এ হামলার জন্য ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের একটি ব্যর্থ রকেট উৎক্ষেপণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গাজা থেকে রকেট উৎক্ষেপণের ব্যর্থতা বাড়ছে বলে দাবি করেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর হামাস বাহিনী ইসরায়েলে মারাত্মক হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়ে আসছে।

এদিকে, হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই বুধবার ইসরায়েল গেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আবিবে নেমেই গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বরাবরের মতো ইসরায়েলের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

আরো পড়ুন: ইসরাইলে পৌঁছালেন বাইডেন

একইসঙ্গে গাজার হাসপাতালে বিমান হামলা প্রসঙ্গে নেতানিয়াহুকে বাইডেন বলেন, এই হামলা ইসরায়েলের কাজ হতে পারে না। কোনো ধরনের তথ্য–প্রমাণ ছাড়াই তিনি বলেন, এই হামলার পেছনে ‘অন্য দল’ আছে।

এদিকে, গাজার আল-আহলিল আরব হাসপাতালে ইসরায়েলের হামলায় ৫০০ মানুষ নিহতের ঘটনায় বাইডেনের সঙ্গে আরব নেতাদের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। বুধবার ইসরায়েল সফর শেষে জর্ডানে দেশটির বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের। জো বাইডেনের সঙ্গে বৈঠক বাতিলের পরই হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।

এসকে/

হামলা হাসপাতাল গাজা ইসরায়েল হামাস

খবরটি শেয়ার করুন