ছবিঃ সংগৃহীত
বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর কর কমিয়ে নতুন নীতিমালা তৈরির কথা ভাবছে ভারত। মূলত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রস্তাব মেনেই এ নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ভারত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরি করা হলে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ওপর কর কমাবে ভারত। সেক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর ১৫ শতাংশ কর কমানো হবে।
বর্তমানে ভারতে ৪০ হাজার ডলারের একটি গাড়ি আমদানির ওপর কর দিতে হয় ১০০ শতাংশ। এর চেয়ে কম দামের গাড়ির ওপর ৭০ শতাংশ কর দিতে হয়।
সূত্র আরও জানায়, টেসলার প্রস্তাব নিয়ে সরকারের বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে সরকার।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। আর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, বৈদ্যুতিক গাড়ির ওপর কর কমানোর বিষয়ে কোনো প্রস্তাব আমার কাছে আসেনি।
রয়টার্স জানায়, আমদানি কর কমানোর নীতিমালা গ্রহণ করা হলে ভারতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়বে। পাশাপাশি টেসলা ছাড়া অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানও সুবিধা পাবে। তবে এ নীতি মানতে নারাজ স্থানীয় গাড়ি উৎপাদনকারীরা।
উল্লেখ্য, ভারতীয় বাজারে প্রবেশের জন্য বেশ কয়েকবার গাড়ি আমদানিতে কর কমানোর প্রস্তাব দিয়েছিল টেসলা। তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, ভারতের বাজারে প্রবেশের জন্য টেসলাকে বিশেষ কোনো প্রণোদনা দেয়া হবে না; প্রথমে স্থানীয়ভাবে কারখানা স্থাপন করতে হবে।
এর আগে চলতি বছরের জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৈঠক শেষে তিনি জানান, খুব শিগগিরই ভারতের বাজারে আসছে টেসলা।
তবে ঠিক কবে নাগাদ ভারতের বাজারে আসছে টেসলা, এমন এক প্রশ্নের জবাবে টুইটারের মালিক ও টেসলার প্রধান নির্বাহী বলেন, ‘আমি নিশ্চিত যে, টেসলা যত দ্রুত সম্ভব ভারতের বাজারে চলে আসবে।
এসকে/
খবরটি শেয়ার করুন