সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা *** শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে: বেবী নাজনীন *** নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু *** পর্নোগ্রাফিতে জড়িত বাংলাদেশি সেই যুগল গ্রেপ্তার *** ‘কালো বিড়াল’ দত্তক নেওয়া যে কারণে নিষিদ্ধ করল স্পেন *** ‘আর্থিকভাবে স্বাবলম্বী হলে স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না’ *** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত

সুদানে সংঘাত

বোমা হামলা বন্ধের আগে আলোচনায় বসবে না আরএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

সেনাদের ওপর বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা করবেন না বলে জানিয়েছেন সুদানে এক পক্ষের নেতৃত্ব দেওয়া আরএসএফের শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।

সুদানের রাজধানী খার্তুম ও পশ্চিম দারফুর অঞ্চলে চলমান সহিংসতার মধ্যেই সংঘাতে লিপ্ত দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)। গত প্রায় দু’সপ্তাহ ধরে চলমান এই সংঘাত থামাতে দুপক্ষকে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে শান্তি সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সেসব আহ্বানে তেমন কাজ হচ্ছে না।

গতকাল শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল হেমেদতি চলমান এই পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনী এবং সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানকে দায়ী করেছেন।

তিনি বলেন, সেনাবাহিনী ‘নিষ্ঠুরতা’ বন্ধ করলেই কেবল শান্তি সংলাপ শুরু করা সম্ভব।

জেনারেল হেমেদতি বলেন, যুদ্ধবিরতির ঘোষণার পরও আরএসএফ যোদ্ধাদের লক্ষ্য করে বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। আমরা সুদানকে ধ্বংস করতে চাই না। তারা (সেনাবাহিনী) নিষ্ঠুরতা বন্ধ করুক, আমরা শান্তি সংলাপে বসব।

সাক্ষাৎকারে হেমেদতি বলেন, জেনারেল বুরহানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। তবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের ঘনিষ্ঠদের সঙ্গে জেনারেল বুরহানের ব্যাপক ঘনিষ্ঠতা এবং তাদের সরকারে অন্তর্ভুক্ত করার চেষ্টার কারণে বুরহানকে এখন বিশ্বাসঘাতক মনে করেন তিনি।

আরো পড়ুন: বড় মেয়ে রাঘাদের  চোখে কেমন ছিলেন সাদ্দাম হোসেন?

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হেমেদতি আরও বলেন, তিনি আলোচনায় বসতে রাজি, তবে এজন্য যুদ্ধবিরতি মানতে হবে।

তিনি বলেন, শত্রুতা বন্ধ করলেই আমরা আলোচনায় বসতে পারি।

প্রসঙ্গত, সুদানে প্রায় দুই সপ্তাহ ধরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এ সংঘাতের মধ্যে আটকা পড়া নিজ নিজ নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

এম/

 

সুদান সংঘাত আরএসএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250