সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্যক্তিগত উদ্যোগে প্রতিশ্রুতি পূরণ করতে চান মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় নিয়ে শতভাগ আশাবাদী হলেও শেষ পর্যন্ত মাত্র ৯ হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছেন এই নায়িকা। নির্বাচনে হারলেও জনগণের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৮ই জানুয়ারি) নিজের ফেসবুকে লাইভে এসে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: নয়নতারার সিনেমার বিরুদ্ধে এফআইআর দায়ের

মাহি বলেন, আমার ইশতেহারে আমি ঘরোয়াভাবে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার কথা বলেছিলাম। এগুলো আমি বড় পরিসরে কতোটা করতে পারব সেটা জানি না। কারণ এই কর্মসংস্থানের বিষয়ে সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া সম্ভব সেটা ব্যক্তিগতভাবে নিতে পারাটা একটু চ্যালেঞ্জিং। তারপরেও আমি ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘এখানকার রাস্তাঘাটের যে বেহাল অবস্থা। সারা দেশে যেখানে রাস্তাঘাট এতো উন্নত। সেখানে আমার তানোর-গোদাগাড়ীতে এখনও গরুর গাড়ি চালানোর মতো অবস্থায় আছে। এমনকি একটু বৃষ্টিতেই হাঁটু কাদা-পানি হয়ে যায়। আমার তো ভীষণ ইচ্ছা ছিল এবং প্রতিশ্রুতিও ছিল যে, তানোর-গোদাগাড়ীর রাস্তাঘাটের উন্নয়ন করা নিয়ে।’

এসি/ আই. কে. জে/ 


মাহি প্রতিশ্রুতি

খবরটি শেয়ার করুন