ছবি: সংগৃহীত
বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনি এবার স্মার্টফোনে বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপ দেখিয়ে ভারতে নিজস্ব ‘ব্যবসায়িক ভাগ্য বদলানোর’ প্রচেষ্টা চালাচ্ছে। স্ট্রিমিং সাইটটি থেকে গ্রাহক চলে যাওয়ার প্রবণতাতেও রাশ টানা যাবে।
ডিজনির বর্তমান লক্ষ্য কীভাবে ভারতীয় বাজারের মধ্যবিত্ত শ্রেণির প্রত্যাশা পূরণ করা যায়। এর কারণ, অনেক মানুষেরই বিনোদন সাইটে অর্থ খরচ করা নিয়ে অনীহা রয়েছে।
২০১৯ সালে সাত হাজার একশ কোটি ডলারে ‘টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফক্স’-এর বৈশ্বিক স্বত্বাধিকার কেনার মাধ্যমে ভারতীয় স্ট্রিমিং সেবা ‘হটস্টার’ও অধিগ্রহণ করেছিল ডিজনি। এর মধ্যে ছিল বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ অর্থাৎ ‘আইপিএল’-এর স্ট্রিমিং স্বত্বও। তবে, কয়েক বছরের মধ্যে সাইটটির গ্রাহক সংখ্যা ১০ কোটিতে নেওয়ার লক্ষ্যে ২০২০ সালে হটস্টারে ক্রিকেট খেলাকে আর্থিক ফি ভিত্তিক গ্রাহক সেবার তালিকায় আনে কোম্পানিটি।
ডিজনির বর্তমান লক্ষ্য কীভাবে ভারতীয় বাজারের মধ্যবিত্ত শ্রেণির প্রত্যাশা পূরণ করা যায়। এর কারণ, অনেক মানুষেরই বিনোদন সাইটে অর্থ খরচ করা নিয়ে অনীহা রয়েছে।