ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জানান, পাকিস্তানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গোলাবারুদ এবং অর্থনৈতিক শক্তির অভাব রয়েছে।
পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর এবং নাসিম জেহরা এ বক্তব্য সকলের সামনে নিয়ে আসেন। তারা জানান, ২০২১ সালে বাজওয়া জানিয়েছিলেন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে গোপন আলোচনায় বসেন এবং ২০২১ সালে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরের বিষয়ে পরিকল্পনা করেন।
কাশ্মীরের ব্যাপারে কামার জাভেদ বাজওয়ার চুক্তি এখনও পাকিস্তানি নাগরিকদের কাছে প্রকাশ করা হয়নি। ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তান সফরে যেতে হয়। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত ছিল না বলে জানান হামিদ মীর।। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফর সম্পর্কে অবগত ছিলেন তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এ সফর কবে নাগাদ হতে পারে এ ব্যাপারে নিশ্চিত ছিলেন না তিনি।
পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে জেনারেল কামার জাভেদ বাজওয়ার সন্দেহ ছিল বলে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেন হামিদ মীর।
জেনারেল বাজওয়া জানতেন পাকিস্তান কখনোই ভারতের সাথে যুদ্ধে যেতে পারবে না। পাকিস্তানি সাংবাদিক মীর এবং নাসিম জেহরা প্রকাশ করেন যে পাকিস্তানের সেনাপ্রধান সাংবাদিকদের বলেছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াই করতে অক্ষম।
কোন উপায় না পেয়ে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার প্রস্তাব দিয়েছিলেন বাজওয়া। পাকিস্তান বুঝতে পারছিলো যে তাদের কাছে গোলাবারুদ এবং অর্থনৈতিক শক্তির অভাব রয়েছে। আর তাই কাশ্মীর বিতর্কে ভারতের সাথে আর যুদ্ধে জড়ায়নি পাকিস্তান।
এমএইচডি/ আই. কে. জে/
আরো পড়ুন:
খবরটি শেয়ার করুন