ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা ‘এআই’ প্রযুক্তিতে তৈরি নিজের আরেকটি প্রতিরূপের মুখোমুখি হয়ে কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাজধানী মস্কোয় গণমাধ্যম এবং রাশিয়াজুড়ে বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে বছর শেষের প্রশ্নোত্তর পর্বে ভিডিও লিংকে যুক্ত থাকা অনেকেরই প্রশ্নের উত্তর দিয়েছেন পুতিন। সেখানেই এআই দিয়ে তৈরি নিজের প্রতিরূপের প্রশ্নেরও মুখোমুখি হন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পুতিনকে প্রশ্ন করে তার ‘এআই প্রতিরূপ’। এতে অবাক বিস্ময়ে কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলেন তিনি।
পুতিনের কাছে এআইয়ের প্রশ্ন ছিল, “হ্যালো ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, আমি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। আমি জিজ্ঞেস করতে চাই, একথা কি সত্য যে আপনার অনেক প্রতিরূপ আছে? এমন প্রশ্নে পুতিনের সঙ্গে হলঘরে উপস্থিত দর্শকশ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এরপর পুতিনের প্রতিরূপ আরেকটি প্রশ্ন করে বলে, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরাল নেটওয়ার্ক আমাদের জীবনে যে বিপদ বয়ে আনছে, সেটিকে আপনি কীভাবে দেখেন?”
আরো পড়ুন: জেগে উঠলেন 'মৃত নারী', জানালেন অভিজ্ঞতা
প্রশ্ন শুনে কিছুটা দ্বিধায় পড়েন পুতিন। পরে তিনি বলেন, “আমি দেখছি আপনি আমার অনুরূপ হতে পারেন। আমার কণ্ঠে কথাও বলতে পারেন। কিন্তু আমি বিষয়টি নিয়ে ভেবেছি এবং সিদ্ধান্তে পৌঁছেছি যে, কেবল একজনই আমার মতো হবে এবং আমার কণ্ঠে কথা বলবে, সেটি হচ্ছি আমি।”
পশ্চিমা গণমাধ্যমে সম্প্রতি জল্পনা ছড়ায় যে, পুতিনের স্বাস্থ্যসমস্যার কারণে তার একাধিক প্রতিরূপ তৈরি করা হয়েছে, যাতে পুতিনের অনুপস্থিতিতে সেগুলো জনসম্মুখে উপস্থিত করা যায়।
সূত্র:রয়টার্স
এইচআ/ আই.কে.জে/