সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে কি না, জানতে চেয়েছেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন‌্য ভোটার‌দের চাপ দেয়া হ‌চ্ছে কি না, জান‌তে চে‌য়ে‌ছেন বি‌দে‌শি কূটনী‌তিকরা। তাদেরকে প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ‘ভোট দিতে ভোটারদের চাপ নয়; বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।’

বৃহস্প‌তিবার (৪ঠা জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বি‌দে‌শি দূত‌দের ব্রিফ শে‌ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবা‌দিক‌দের এ তথ্য জানান।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) ভোটসংক্রান্ত কো‌নো অভি‌যোগ পে‌য়ে‌ছে কি না, তাও বি‌দে‌শি কূটনী‌তিকরা জান‌তে চে‌য়ে‌ছেন বলে জানান সিইসি।

হাবিবুল আউয়াল বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ তারা সব সময় নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন। সবার একটাই প্রত্যাশা: নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।’

তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং কী ব্যবস্থা নেয়া হচ্ছে তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূতরা। আমরা আমাদের পদক্ষেপগুলো তাদের জানিয়েছি।’

নির্বাচলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মাঠে আছে, এবং ভোট শেষ হওয়া পর্যন্ত তারা থাকবে বলেও জানান তিনি।

এর আগে, নির্বাচনের প্রস্তুতি জানাতে বিকেল ৩টায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষে হোটেল ছাড়েন কূটনৈতিকরা।

এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/

ভোট কূটনীতিকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন