বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভোট বর্জন করবো না, শেষ পর্যন্ত দেখবো: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট বর্জন করবো না, শেষ পর্যন্ত দেখবো বলে জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ সময় কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করে একতারা প্রতীকের প্রার্থী বলেছেন, আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটাররা কীভাবে আসবে?

সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রথমে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

এ সময় এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। দেখতে চাই তারা আমার ওপর কত নির্যাতন করে।

হিরো আলম বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে?

একতারা প্রতীকের এই প্রার্থীর অভিযোগ— আমার নারী এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

ওআ/



হিরো আলম নির্বাচন

খবরটি শেয়ার করুন