সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

মঞ্চে গ্রেপ্তার হতে চান ম্যাডোনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ম্যাডোনা - ছবি: সংগৃহীত

আলোচনায় থাকার সব মন্ত্রই তার জানা আছে। তিনি জানেন কিভাবে শিরোনামে থাকতে হয়। বিশ্বখ্যাত পপতারকা ম্যাডোনা এবার শিরোনামে আসার জন্য যে পরিকল্পনা করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য! নিজের অত্যন্ত প্রত্যাশিত সেলিব্রেশন ট্যুর নিয়ে বিতর্ক তৈরি করার লক্ষ্যে এবার গ্রেপ্তার হওয়ার পরিকল্পনা করেছেন ম্যাডোনা।

‘দ্য ম্যাটেরিয়াল গার্ল’ খ্যাত ম্যাডোনা নিজের ক্যারিয়ারের স্মরনীয় মুহূর্ত তৈরি করার আশায় নিজেকে জেলবন্দী করতে চান, যা আগামীতে তার বায়োপিকে স্থান পাবে।

গায়িকার বায়োপিকটি এর আগে নির্মাণের ঘোষণা হলেও পরে তা বাতিল করা হয়। তবে আগামীতে বায়োপিকটি নির্মাণের কাজে হাত দেবেন গায়িকা। আর নিজের জীবনীতে এমন বিতর্কিত একটি ঘটনা স্থান পাক, এমনটাই প্রত্যাশা গায়িকার।

রাডার অনলাইনের রিপোর্ট অনুসারে, পপ কুইন টেনেসিতে ড্র্যাগ কুইন্স হিসেবে পারফর্ম করার সময় স্টেজে গ্রেপ্তার হওয়ার পরিকল্পনা করছেন।

ম্যাডোনা জানেন কিভাবে মানুষের অনুভূতিতে আঘাত করতে হয় এবং তিনি এটি উপভোগ করেন!" অভ্যন্তরীণ একটি সূত্র বলছেন, ম্যাডোনা জানেন যে তার সাফল্যের অন্যতম শক্তি মানুষকে বিস্মিত করার তার প্রতিভা। সে কারণেই তিনি টেনেসিতে ড্র্যাগ কুইন্স হিসেবে পারফর্ম করার সময় গ্রেপ্তার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কারণ টেনেসিতে ড্রাগ কুইন্স পারফর্মারদের বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। যেকোন ধরনের নগ্ন পারফরম্যান্স, বিতর্কিত পারফরম্যান্স, উগ্রতা, মাদকতা কিংবা বহিরাগতদের এমন পারফরম্যান্স যা যুব সমাজের উপরে বিরুপ প্রভাব ফেলে, এমন ড্রাগ কুইন্স পারফরম্যান্স সম্পর্কে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে টেনেসিতে।

আর ম্যাডোনা এবার টেনেসিতে সেই কাজটাই করার পরিকল্পনা করছেন। মঞ্চে এমন ঘটনা তার ক্যারিয়ারের জন্য হাইলাইট হবে বলেই এমন পরিকল্পনা গায়িকার।"

আরো পড়ুন: প্রতিবছরই গুঞ্জনটি আমাকে শুনতে হয়: মিথিলা

এর আগে নব্বই এর দশকে তার ব্লোন্ডে অ্যাম্বিশন ট্যুরে ‘লাইক এ ভার্জিন’ গান করার সময় প্রায় গ্রেপ্তার হতে যাচ্ছিলেন গায়িকা। ১৯৯০ সালের মে মাসে তার পারফরম্যান্সের সময় আইন প্রয়োগকারীরা টরন্টোর স্কাইডোমে তার কনসার্টের আগে গায়িকাকে তার অনুপযুক্ত পারফরম্যান্সের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করেছিলেন। এমনকি পোপ তার অনুসারীদেরকে ম্যাডোনার কোনো বিতর্কিত শোতে অংশ না নেওয়ার জন্য বলেছিলেন কারণ তিনি ম্যাডোনার কনসার্টটিকে মানবতার ইতিহাসের সবচেয়ে শয়তানী অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হিসেবে চিহ্নিত করেছিলেন।

তবে গায়িকা সেই সময়ে তার এজেন্সিকে জানিয়েছিলেন যে তিনি তার শো পরিবর্তন করবেন না। বরাবরই বিতর্কে থাকতে পছন্দ করেন গায়িকা। এবারও নিজের বিতর্কের পাল্লা আরো ভারী করতে প্রস্তুত তিনি।

এম/

 

Iমঞ্চ গ্রেপ্তার ন ম্যাডোনা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250