শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত

মহামারীতে রূপ নিচ্ছে একাকীত্ব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

বর্তমান সময়ে একাকীত্বে ভুগতে দেখা যাচ্ছে অনেক পুরুষকে। বন্ধুদের অভাবে অনেক পুরুষকেই আজকাল একাকীত্বে ভুগতে দেখা যায়।

একজন পুরুষ বাবা হওয়ার সাথে সাথে তার আগের জীবন ও বন্ধুদের পেছনে ফেলে সামনে এগিয়ে যান। কিন্তু এই পুরুষকেই কিছু বছর পর বন্ধুত্বের অভাবে মানসিক অবসাদগ্রস্ত হতে দেখা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পুরুষই সামাজিক প্রতিষ্ঠান থেকে একসময় বিচ্ছিন্ন হয়ে পড়েন। ইতিহাস ঘাটলে দেখা যায়, পুরুষেরা ধর্মীয় প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র থেকেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

আমেরিকান লাইফের সার্ভে সেন্টারের ২০২১ সালের মে মাসের জরিপ অনুযায়ী, মাত্র ৪৮% পুরুষ তাদের বন্ধুদের নিয়ে সন্তুষ্ট। প্রতি ৫ জনের মধ্যে একজন পুরুষ বিপদের সময় তার বন্ধুর কাছ থেকে মানসিকভাবে সমর্থন পেয়েছেন।

তবে অতীতে কি হয়েছিল সে বিষয় বিবেচনায় না এনে আমাদের ভবিষ্যতকে সুন্দর করে সাজাতে হবে। নিজেদের এবং একইসাথে তাদের স্ত্রীদের চাহিদা পূরণ করে মানসিক স্বাস্থ্য বজায় রাখা অনেক পুরুষের জন্যেই কঠিন হয়ে দাঁড়ায়।

নারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়, পুরুষদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কম।

লেখক রিভস জানান, বিগত ৫০ বছরে নারীরা সামাজিক সমতা আনয়নের ক্ষেত্রে অনেক অগ্রগতি দেখিয়েছে। এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্যেই অবশ্য গর্বের বিষয়। তবে অর্থনৈতিক দিক দিয়ে এখন আর নারীরা পুরুষদের প্রতি নির্ভরশীল নয়। পরিবর্তিত বিশ্বের সাথে অবশ্য তাল মিলিয়ে চলতে পারেনি অনেক পুরুষই। ফলস্বরূপ সংযোগ বিচ্ছিন্ন হয়ে তারা একা হয়ে পড়েছেন। এই ধরনের বিচ্ছিন্নতা অবশ্যই পুরুষদের জন্য একটি বিশাল সমস্যা। 

তাই পুরুষদের আবারও তাদের হারানো গৌরব ফিরে পেতে হবে।

বিভিন্ন সিনেমা, টিভি শো এবং উপন্যাসে বাবা চরিত্রটিকে অনেক সময় মা চরিত্র ছাপিয়ে যায়। কিংবা বাবা চরিত্রটিকে ভীষণভাবে বোকা বোকা বানানো হয়। এ বার্তাগুলোও সমাজে দারুণভাবে প্রভাব ফেলে।

মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিছু নীতির প্রয়োজন অবশ্যই রয়েছে। বর্তমানে মাতৃত্বকালীন ছুটি থাকলেও কোন পিতৃত্বকালীন ছুটি নেই। অথচ সন্তান জন্মের পর থেকে বাবাদের দায়িত্ব আরো কয়েক গুণ বেড়ে যায়। সমাজের ধারণা একটি শিশু লালন পালনে মায়েদের যেমন ভূমিকা রয়েছে, বাবাদের তেমন কোন ভূমিকাই নেই।

তবে বাবাদেরও মানসিক ও শারীরিক সমর্থন প্রয়োজন। সেজন্য এমন প্রতিষ্ঠানের নির্মাণ করতে হবে যা একজন পিতাকে মানসিকভাবে সহায়তা করবে।

একজন পুরুষের জীবনে একাকীত্ব আত্মহত্যার সামিল। তাই পুরুষকে অবশ্যই মানসিক ও শারীরিকভাবে সহায়তা প্রদান করতে হবে।

এসকে/ এএম/ 

যুক্তরাষ্ট্র আমেরিকা নারী পুরুষ একাকীত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250