বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র

মামলার বিচার বিলম্ব করার আবেদন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথির মামলার বিচারকাজ বিলম্ব করতে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলার মধ্যে বিচারকাজ না করার আবেদন সোমবার ফ্লোরিডার আদালতে করা হয়। আগামী মধ্য ডিসেম্বরে ট্রাম্পের মামলার বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আদালতে আবেদন করা নথিতে ট্রাম্পের আইনজীবীরা লিখেছেন, বর্তমানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে বিচারকাজ চললে বিরোধী প্রার্থীরা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়বেন। এমনকি বিচারক নির্বাচন প্রক্রিয়ায়ও অসাধারণ চ্যালেঞ্জ তৈরি করবে। এখন বিচার কার্যক্রম আসামিদের ন্যায়বিচার পাওয়ার ক্ষমতাকে সীমিত করবে। 

আরো পড়ুন: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় জয়

আইনজীবীরা আরো লিখেছেন, এই প্রক্রিয়া মার্কিন গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ বর্তমান আদালতে সভাপতিত্ব করা বিচারক ক্ষমতাসীন প্রেসিডেন্টের অনুমোদনে আছেন। এতে সামনের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান সুযোগ পাবেন না। তার বিচার কাজের জন্য নির্ধারিত তারিখ স্থগিত করে নতুন তারিখ নির্ধারণের দাবি করেন। 

ট্রাম্পের আইনজীবীরা চান আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পর রাষ্ট্রীয় গোপন নথির মামলার বিচারকাজ শুরু হোক। 

এম/


বিচার আবেদন ট্রাম্প

খবরটি শেয়ার করুন