শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

মার্কিন সিনেটের ১৯১ বছরের যে রেকর্ডে ভাগ বসালেন কামালা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস - ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে ভাইস প্রেসিডেন্ট হওয়ার গৌরব অনেক আগেই করেছেন কামালা হ্যারিস। এবার মার্কিন সিনেটে এমন একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি যা প্রায় ১৯১ বছরের পুরনো। দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা মার্কিন সিনেটে কোনো বিল পাশের ক্ষেত্রে ‘টাইব্রেকিং’ ভোট দিয়েছেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১২ জুলাই) কামালা হ্যারিস ৩১তম বারের মতো টাইব্রেকিং ভোট হিসেবে নিজের ভোট প্রদান করেন। এর মধ্য দিয়েই তিনি ১৯১ বছরের রেকর্ডে ভাগ বসান।

মার্কিন সিনেটে সদস্য সংখ্যা ১০০ জন হলেও পদাধিকার বলে কামালা হ্যারিস প্রয়োজনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাই দেশটিতে ভাইস প্রেসিডেন্টকে অনেক সময় ‘১০১ তম সিনেটর’ বলেও আখ্যা দেয়া হয়।

বুধবার কামালা হ্যারিস ৩১তম বারের মতো তার ভোটাধিকার প্রয়োগ করে টাইব্রেকারের ভূমিকা পালন করেছেন। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের’ কমিশনার হিসেবে মনোনয়ন পেয়েছে কালপানা কোটাগাল। এর আগে, ১৮২৫ থেকে ১৮২৯ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জন সি. ক্যালহুন ৩১ বার টাইব্রেকিং ভোট দিয়েছিলেন সিনেটে।

নতুন রেকর্ড গড়ার পর কামালা হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘এটি একটি দারুণ মুহূর্ত এবং আমি মনে করি, এখনও করার অনেক কিছুই বাকি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা মা আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, আমি হয়তো একদিন এমন কিছু কাজ করব যেখানে আমি প্রথম হবো।’

আরো পড়ুন: লবিস্ট দিয়েও ইইউর প্রস্তাব ঠেকাতে পারলেন না নরেন্দ্র মোদি

 ক্যালহুন এবং কামালা উভয়ই মাত্র আড়াই বছরে ৩১ বার টাইব্রেকিং ভোট দেন। অবশ্য কামালার এই অর্জনের পেছনে সিনেটে দুই দলের অবস্থান বড় অবদান রেখেছে। সিনেটে মাত্র একটি আসনের ব্যবধানে বিরোধীদল রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।   

এম/ আইকেজে 


যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250