বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোগলাপাতার নান্দনিক সাজে পরিবেশবান্ধব পূজামণ্ডপ, মুগ্ধ দর্শনার্থীরা *** গ্রেটা থুনবার্গসহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল *** গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু *** ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা *** বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, এম এ মালিককে সতর্ক করল বিএনপি *** অভিনেতা ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে *** ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয় ও অসম্মানজনক: ধর্ম উপদেষ্টা *** স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু *** পুলিশের হাতে কামড় দিয়ে পালানো আসামি অবশেষে... *** ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

মিনিস্টার টেলিভিশন এখন ৯,৯৯৯ টাকায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

মিনিস্টারের ২৪ ইঞ্চি ডিলাক্স এলইডি টিভি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৯,৯৯৯ টাকায়। ১৩ হাজার ৪৪১ টাকা দামের এ টেলিভিশনটি এখন বিশেষ অফারে পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার টাকা ডিসকাউন্টে! এ টিভির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে অন্য যেকোনো টিভি থেকে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। স্মার্ট সাউন্ড সিস্টেম ও বজ্র প্রতিরক্ষামূলক প্রযুক্তিও রয়েছে মিনিস্টার ডিলাক্স এলইডি টিভিতে।

এছাড়া মিনিস্টার স্মার্ট টিভিগুলো সর্বদাই গ্রাহকের পছন্দের শীর্ষে। বিভিন্ন মডেলের স্মার্ট টিভি ইন্টারনেটে সংযোগ করা যায় বিধায় ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজিং, অনলাইন স্ট্রিমিং এবং ডিজিটাল প্লাটফর্ম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। যেমন ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন (নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব, হইচই), সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, গেমিং ইত্যাদি। 

পাশাপাশি মিনিস্টার টেলিভিশনে রয়েছে ভয়েস কন্ট্রোল সিস্টেম, যা দিয়ে ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়ে টেলিভিশন চালাতে পারবেন। এছাড়া মিনিস্টার টেলিভিশনে রয়েছে স্ক্রিন মিররিং ও শেয়ারিং সুবিধা। ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন, কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের স্ক্রিন মিররিং করে খুব সহজেই স্মার্ট টেলিভিশন ব্যবহার করতে পারেন। পাশাপাশি থান্ডার প্রটেকটিভ হওয়ার কারণে বৃষ্টির সময়ও নিশ্চিন্তে ব্যবহার করা যায় মিনিস্টার স্মার্ট ও এলইডি টেলিভিশন, সঙ্গে ইউটিউব, অ্যাপস্টোর, ব্লুটুথ সুবিধা তো থাকছেই। এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবস্থা থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট, ভোল্টেজ আপ-ডাউনের মুহূর্তে স্মার্ট টিভির কোনো ক্ষতি হয় না। এসব সুবিধাই পাবেন ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি ও ৫৮ ইঞ্চি মিনিস্টার স্মার্ট টিভিতে। ৪৩ ইঞ্চি মিনিস্টার স্মার্ট টেলিভিশন পাওয়া যাচ্ছে মাত্র ৩৭ হাজার ৯০০ টাকায়, ৫৫ ইঞ্চি ৫৮ হাজার ৯০০ টাকায় এবং ৫৮ ইঞ্চি মাত্র ৬৬ হাজার ৯০০ টাকায়। সঙ্গে থাকছে ১০ হাজার  টাকার ক্যাশ ভাউচার একদম ফ্রি! এছাড়া ‘হুলস্থূল অফারে’ ৫০ ইঞ্চি ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৩৬ হাজার ৯০০ টাকায়! 

সংবাদ বিজ্ঞপ্তি।

মিনিস্টার টেলিভিশন এলইডি টিভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250