শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিস্টার ইন্ডিয়া-২০২৩ নির্বাচিত হয়েছেন অরুণাচলের তাচাং ফাসাং

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

রুবারু মিস্টার ইন্ডিয়া-ন্যাশনাল ইউনিভার্স-২০২৩ এর মুকুট জিতেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সন্তান তাচাং ফাসাং। দেশটির গোয়াত প্রদেশে রুবারু মিস্টার ইন্ডিয়া ২০২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছিল। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাসাংকে বিশেষ মর্যাদাপূর্ণ এই মুকুট প্রদান করা হয়। একইসাথে সিকিম ছেলে রেভান প্রধানও এই খেতাব জিতে নেয়।  

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তাচাং ফাসাং এর কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছেন, “মিস্টার ইন্ডিয়া ২০২৩ খেতাব জেতার জন্য এবং মিস্টার ন্যাশনাল ইউনিভার্স হওয়ার জন্য তাচাং ফাসাংকে আন্তরিক অভিনন্দন। এটি নিঃসন্দেহে অবিশ্বাস্যরকমের অনুপ্রেরণাদায়ক বিষয়! আপনি অরুণাচল প্রদেশকে গর্বিত করেছেন। আশীর্বাদ এবং শুভ  কামনা!” 

ছেলের কৃতিত্বে উচ্ছ্বসিত তাচাং-এর পিতা বলেন, "তার অসাধারণ কৃতিত্ব শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং সমগ্র উত্তর-পূর্ব অঞ্চলকে গর্বিত করে না বরং সারা ভারতে জাতীয় গর্বের অনুভূতি জাগিয়ে তোলেছে। তিনি যখন বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছেন, এটি আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।” 

পিতা আরো বলেন, "তাচাং ফাসাং এর বিজয় তার অটল পরিশ্রম এবং উৎসর্গের একটি সত্য প্রমাণ। এই সম্মানিত খেতাব অর্জন করে তিনি এখন রাষ্ট্র ও আমাদের জাতির বৈচিত্র্যময় সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরার সম্মান পেয়েছেন। তার প্রতিভা এবং ক্যারিশমা নিঃসন্দেহে উজ্জ্বল হয়ে উঠবে কারণ তিনি আন্তর্জাতিক দর্শকদের কাছে অরুণাচল এবং ভারতের সমৃদ্ধি ও অনন্যতা তুলে ধরেছেন।”

উল্লেখ্য, রুবারু মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার ১৯তম মৌসুমের জন্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ৩২ জন সুদর্শন, ক্যারিশম্যাটিক এবং প্রতিভাবান পুরুষ অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত।

এসকে/ আই. কে. জে/

অরুণাচল প্রদেশ মিস্টার ইন্ডিয়া-২০২৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন