সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে

মিয়ানমারে মুক্তি পাচ্ছে ৯৬৫২ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মিয়ানমারের সামরিক সরকার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১১৪ জন বিদেশিসহ ৯৬৫২ জন বন্দিকে মুক্তি দেবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিজুড়ে অশান্তি বিরাজ করছে। এক দশকব্যাপী গণতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা উল্টে দেওয়ার পর সামরিক জান্তা প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে প্রতিবাদ দমন করে।

আরো পড়ুন: ৫০০ বন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন    

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এক সংক্ষিপ্ত ঘোষণায় সরকার বলেছে, “অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে ও মানবিক বিবেচনায় ১১৪ জন বিদেশি বন্দিকেও ক্ষমা করা হবে। এরপর তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।”

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে বন্দিদের মুক্তির অপেক্ষায় বহু মানুষ জড়ো হয়েছেন।  মিয়ানমারের স্বাধীনতা দিবসে উপলক্ষ্যে সাধারণত কিছু কারাবন্দিকে মুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স 

এইচআ/ আই.কে.জে/

মিয়ানমার বন্দি মুক্তি সাধারণ ক্ষমা স্বাধীনতা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন