বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮ *** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

মেটার স্মার্ট চশমা দিয়ে চোখে যা দেখবেন তাই লাইভ হবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা লাইভ স্ট্রিমিং করতে পারে এমন স্মার্ট গ্লাস এনেছে। নাম ‘মেটা রে ব্যান স্মার্ট গ্লাস’। এই ডিভাইসের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যাই দেখবেন, তারই লাইভস্ট্রিমিং করতে পারবেন এবং তা এক্কেবারে রিয়েল টাইম ভিত্তিতে। যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রামেই তা লাইভস্ট্রিম করা যাবে। 

বিশ্বের জনপ্রিয় চশমা প্রস্ততকারী প্রতিষ্ঠান রেবনের সঙ্গে যৌথভাবে ‘রেবন স্টরিজ’ নামে স্মার্ট চশমা বাজারে এনেছিল সামাজিক মাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এবার নতুন এই স্মার্ট চশমা এনেছে মার্কিন প্রযুক্তির জায়ান্ট কোম্পানিটি। 

মূলত এর সাহায্যে ব্যবহারকারীরা যাই দেখবেন, তাই লাইভস্ট্রিমিং করতে পারবেন। যা একেবারে রিয়াল টাইম ভিত্তি দেবে। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামেই তা লাইভস্ট্রিম করা যাবে। 

স্মার্ট এই চশমার ফ্রেমে দেওয়া হয়েছে ১২ এমপি (মেগা পিক্সেল) ক্যামেরা সেন্সর ও এলইডি ইউনিট। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে মেটা তার প্রথম স্মার্ট গ্লাস বাজারে এনেছিল। 

মেটা স্মার্ট চশমা সম্পর্কে অন্যান্য-

স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে তৈরি এই স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার। এছাড়া পোলারাইজড ও ট্রানজ়িশন লেন্স দিয়ে তৈরি স্মার্ট চশমার দাম হবে যথাক্রমে ৩২৯ ও ৩৭৯ মার্কিন ডলার। মোট ১৫০টি ভিন্ন কাস্টম ফ্রেম ও লেন্স ডিজ়াইনের কম্বিনেশনে এই স্মার্ট চশমা পাওয়া যাবে।

আপাতত এই স্মার্ট চশমা বিশ্বের ১৫টি দেশে প্রি-অর্ডার করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপিয়ান মার্কেটে আগামী ১৭ অক্টোবর থেকে ডিভাইসটি কিনতে পারবেন ক্রেতারা। তবে বাংলাদেশ বা প্রতিবেশী ভারতে এই স্মার্ট চশমা কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে মেটা এখনও কিছু জানায়নি।

স্মার্ট চশমার ফিচার

১২ এমপি সেন্সর ও এলইডি লাইট দেওয়া হয়েছে চশমাটিতে। রেকর্ডিং ইন্ডিকেটরটি বসানো হয়েছে চশমার দুটি সার্কুলার কাটআউটের মাঝে। এই চশমার ক্যামেরা ব্যবহার করে ৩০২৪ বাই ৪০৩২ পিক্সেলের দুর্দান্ত ছবি ও ১০৮০ পিক্সেলের ভিডিও ক্যাপচার করা যাবে।

এছাড়া মেটা ভিউ অ্যাপ এর সাহায্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে ভিডিও ফাইলগুলো শেয়ার করা যাবে।

মেটা রে ব্যান স্মার্ট গ্লাস তথা চশমার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তার ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যাই দেখবেন, তারই লাইভস্ট্রিমিং করতে পারবেন। যা একেবারে রিয়াল টাইম ভিত্তি  দেবে। ফেসবুক ও ইনস্টাগ্রামেই তা লাইভস্ট্রিম করা যাবে। 

আরো পড়ুন : মেসেঞ্জারে যোগ হচ্ছে এআই সুবিধা

যদিও এই নতুন চশমার কোনো ডিসপ্লে নেই। মেটা জানিয়েছে, আগের রেবন স্টরিজ এর তুলনায় এই নতুন চশমার ডুয়াল ওপেন-ইয়ার স্পিকার্স অডিও লিকেজ আরও কম করতে পারে। সে কারণেই নতুন চশমাটি আগের থেকে আরও ৫০% বেশি সাউন্ড দিতে পারে।

এছাড়া পারফরম্যান্সের জন্য এই চশমায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর-১ ও জেন-১ প্ল্যাটফর্ম প্রসেসর রয়েছে। এই প্রসেসর পেয়ার করা রয়েছে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজের সঙ্গে। এছাড়াও আগের থেকে এই চশমার ডিজ়াইন আরও পাতলা করা হয়েছে। এক চার্জে যা ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। একবার সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৭৫ মিনিট।

সূত্র: টিভি নাইন

এসকে/

মেটা ফেইসবুক ইনস্টাগ্রাম স্মার্ট চশমা লাইভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250