মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মেসি-এমবাপ্পে জুটি কেন চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ, ব্যাখ্যা নেইমারের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুর্দান্ত এক আক্রমণভাগ গড়েছিল পিএসজি। বার্সেলোনা থেকে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন পার্ক দেস প্রিন্সেসে। নেইমার ও এমবাপ্পে ছিলেন আক্রমণভাগে। পিএসজির মেসি-নেইমার-এমবাপ্পে ত্রিফলাকে বিশ্বের সেরা বলা হচ্ছিল। 

কিন্তু তারকা ওই তিন ফুটবলার গত মৌসুমেও পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ব্যর্থ হয়েছেন। নেইমার ইনজুরিতে পড়ে যান। যে ইনজুরি থেকে এখনও ফেরার লড়াই করছেন তিনি। মেসি-এমবাপ্পে  প্যারিসের দলটিতে শেষ ষোলো পার করাতে পারেননি। 


ছবি: সংগৃহীত

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নেইমার জুনিয়র বলেছেন, ‘আমাদের খুবই শক্তিশালী দল ছিল। মেসি, এমবাপ্পে এবং আমি, আমরা তিনজন বিশ্বের সেরা। আমরাও এটা জানতাম। কিন্তু দূভাগ্যবশত, এটা আমাদের সঙ্গে ফিট করেনি। এটা আমাদের জন্য ভালো বিষয় ছিল না।’ 

আরো পড়ুন:এশিয়ান স্কুল দাবায় স্বর্ণপদক বাংলাদেশের খুশবুর

নেইমারের মতে, তাদের চ্যাম্পিয়ন্স লিগের ক্ষুধাটা প্রবল ছিল। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, তারা ক্লাবের হয়ে সম্ভাব্য সবকিছু জিততে চান। কিন্তু ফুটবলে সবসময় চাইলেই পাওয়া যায় না। নেইমার বলেন, ‘ফুটবলে সবসময় শুধু সঠিক কাজটা করে না, ন্যায্য কাজ করে।’

এম/


নেইমার পিএসজি

খবরটি শেয়ার করুন