বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার *** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসির অটোগ্রাফ নিতে লোকে চাকরি হারাতেও ভাবছে না

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল জনপ্রিয় মেসি - ছবি: সংগৃহীত

লিওনেল মেসি-জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্র। মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ফুটবলে যেন নতুন প্রাণ লেগেছে। মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই এখন চলছে মেসি-ম্যানিয়া। এমনকি মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারাতেও লোকে এখন দুবার ভাবছেন না! হ্যাঁ, তেমন ঘটনাই ঘটেছে ইন্টার মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে।

ঘটনাটি মূলত লিগস কাপে অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসিদের ম্যাচের দিন। ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামের কলম্বিয়ান এক নাগরিক সে সময় স্টেডিয়াম এলাকায় ক্লিনারের কাজ করছিলেন সেখানে। চুক্তি অনুযায়ী, সেদিনই ছিল তাঁর চাকরিতে প্রথম দিন। কিন্তু কে জানত, সেটিই তাঁর শেষ দিনও হতে যাচ্ছে। কিন্তু মাঝের সময়টাতে যা ঘটল, তা হয়তো সালামাঞ্চা কখনোই ভুলতে পারবেন না। তিনি যেখানে কাজ করছিলেন, সেখানে মেসিকে দেখেই আর পেশাদার চরিত্র ধরে রাখতে পারেননি। আবেগে ভেসে গিয়ে ডাক দিয়ে বসেন মেসিকে।

মেসিও তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসে অটোগ্রাফ দিয়েছেন পরনে থাকা আর্জেন্টিনার জার্সিতে। ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে সালামাঞ্চা বলেছেন, ‘যেখানে বাস পার্ক করে, সেখানে আমাকে বাথরুম পরিষ্কার করতে হয়েছিল। সৌভাগ্যবশত, আমি যখন সেখানে গিয়েছিলাম, তখন বাসটা এসেছিল এবং সব খেলোয়াড় বেরিয়ে আসছিলেন। সবার শেষেই বেরিয়ে আসেন মেসি।’


যুক্তরাষ্ট্র কাঁপছে লিওনেল মেসি-জ্বরে - ছবি: সংগৃহীত

মেসিকে দেখে নিজেকে আর আটকাতে পারেননি সালামাঞ্চা। ডাক দিয়ে কী বলেছেন, তা জানালেন এভাবে, ‘তাঁকে চিৎকার করে বললাম, “এই যে বিশ্বচ্যাম্পিয়ন!” শুনে তিনি ফিরে তাকালেন। আমি ওপরের ইউনিফর্মটি ওপরে তুলে ধরি, যার নিচে আর্জেন্টিনার জার্সি ছিল এবং আমার সঙ্গে একটা মার্কারও ছিল। তিনি আমাকে অটোগ্রাফ দিলেন।’

তবে এ ঘটনার প্রতিক্রিয়া সালামাঞ্চার জন্য মোটেই ভালো ফল বয়ে আনেনি। পরবর্তী সময় কী হয়েছিল, তা জানিয়ে এই কলম্বিয়ান নাগরিক বলেছেন, ‘তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষীরা সেখানে চলে এলেন। তাঁরা আমাকে বাইরে নিয়ে গেলেন এবং চাকরি থেকে বরখাস্ত করলেন। কিন্তু এর প্রতিটি মুহূর্ত মূল্যবান ছিল।’

ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ডিআরভি পিএনকে স্টেডিয়ামে যাঁরা কাজ করেন, তাঁদের সবাইকে বলা হয় পেশাদার আচরণ বজায় রাখতে। ক্লাবের কর্মী হোক কিংবা বাইরের কোনো কোম্পানির নিয়োগ করা কর্মী হোক, সবার জন্য একই নিয়ম প্রযোজ্য। তাঁদের বলা হয়, মাঠে আসা কোনো খেলোয়াড়কে বিরক্ত করা যাবে না। কিন্তু মেসিকে দেখে সেই নিয়ম মানতে পারেননি এই কলম্বিয়ান।

সালামাঞ্চার মেসির কাছ থেকে অটোগ্রাফ নেওয়াটা ইন্টার মায়ামির নিয়ম অনুযায়ী পুরোপুরিভাবেই অপেশাদার আচরণ এবং শাস্তিযোগ্য অপরাধও বটে। তবে সালামাঞ্চা অবশ্য চাকরি বাঁচানোর চেয়ে এ ক্ষেত্রে নিজের আবেগকেই বেশি মূল্য দিয়েছেন। মেসিকে এমন সামনে থেকে পাওয়ার সুযোগ হয়তো আর কখনোই আসত না। যে কারণে চাকরি হারিয়েও খুব একটা মন খারাপ হচ্ছে না তাঁর। এরপরও অনেকে অবশ্য শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু নিয়ম অনুযায়ী, সালামাঞ্চার কাণ্ডটা চাকরি হারানোর মতোই ছিল। সালামাঞ্চার স্ত্রীও একই স্টেডিয়ামে কাজ করেন। পরে তাঁকে স্বামীর চাকরি হারানোর খবরও দেওয়া হয়, যেন সালামাঞ্চার জিনিসপত্রগুলো স্টেডিয়ামের বাইরে নিয়ে আসতে পারেন।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৫ আগস্ট ২০২৩)

লিগস কাপে সেদিনের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছিলেন মেসি। যেখানে জোড়া গোল করেছিলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা। আগামী সোমবার ভোরে লিগস কাপের শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবেন মেসিরা। টোয়াটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি ডালা। মেজর লিগ সকারে মেসিকে দেখার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করতে হবে। ২১ আগস্ট শার্লটের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসির লিগযাত্রা।

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

Footer Up 970x250