ছবি: সংগৃহীত
ইউরোপ অধ্যায় শেষ করে লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে আসাটা ভালো চোখে নিতে পারেননি অনেকে। তবে তিনি যেখানেই যাবেন নিজের আলোয় আলোকিত করবেন চারপাশ। ইন্টার মায়ামি যা কখনো করতে পারেনি, সেই দলটাকেই প্রথম শিরোপা এনে দিয়েছেন তিনি। এমন ঐতিহাসিক কীর্তির পর নিজেও যে ইতিহাসে নাম লিখিয়েছেন। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ট্রফি জেতার কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেছেন এই বিশ্বকাপ জয়ী।
ফুটবল বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন এমন ফুটবলারের তালিকায় এতদিন পর্যন্ত যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। সাবেক বার্সেলোনা সতীর্থ দানি আলভেজের সঙ্গে এই কীর্তি ভাগাভাগি করছিলেন তিনি। আর এবার ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের শিরোপা জিতে তাকেও ছাড়িয়ে গিয়েছেন এই আর্জেন্টাইন। রোববার সকালেই মেসির ঝুলিতে যুক্ত হয়েছে ক্যারিয়ারের ৪৪তম শিরোপা।
ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায় মিলিয়ে মেসির অর্জনের ঝুলিটা এখন সমৃদ্ধই বলা চলে। মেসি খেলেছেন অথচ জেতেননি এমন ট্রফির সংখ্যা কেবল একটি। পিএসজিতে থাকাকালে ফ্রান্সের ঘরোয়া ফুটবল আসর ‘ফ্রেঞ্চ কাপ’ এর শিরোপাই কেবল জেতা হয়নি তার। এছাড়া ক্লাব এবং দেশ মিলিয়ে আর সবই জেতা হয়ে গিয়েছে এই আর্জেন্টাইনের।
স্পেনে থাকাকালেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি টফি অর্জন করেছেন মেসি। বার্সেলোনার জার্সিতে জিতেছেন ১০টি লা লিগা, ৪ টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৭ টি কোপা ডেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ।
একনজরে মেসির যত শিরোপা
LIONEL MESSI HAS COMPLETED FOOTBALL 🐐 pic.twitter.com/IvDeNtckee
— B/R Football (@brfootball) December 18, 2022
জাতীয় দলের জার্সিতে লম্বা সময় শিরোপা খরা চললেও সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে তার। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর, ২০২২ সালের জুন মাসে জিতেছেন লা ফিনালিসসিমার শিরোপা। আর একইবছরের ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ক্যারিয়ারেরই পূর্ণতা দিয়েছেন মেসি।
আর.এইচ
খবরটি শেয়ার করুন