সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমি বায়ুর বিদায়: তাপমাত্রা কমবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বৃষ্টি বয়ে নিয়ে আসা মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করেছে। দেশের সাত বিভাগ থেকেই ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিমের এ বায়ু বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাকি রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখান থেকেও এ বায়ু চলে যাওয়ার পথে রয়েছে। মৌসুমি বায়ু চলে যাওয়ার পরই তাপমাত্রা কমতে থাকে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, ইতিমধ্যে দেশের তাপমাত্রা বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে। আগামী মঙ্গল বা বুধবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে ধারাবাহিকভাবে। আর এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রাও কমবে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে সাধারণত ৩১ মে মৌসুমি বায়ু উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ অঞ্চল হয়ে দেশে প্রবেশ করে। পরদিন তা কক্সবাজার, চট্টগ্রাম, উত্তর-পূর্বের সিলেট এবং ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। এবার ৮ জুন মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। এর প্রভাবে ওই দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

তবে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় যে জুলাই মাসে, সেখানে এবার গড় বৃষ্টির চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আগস্টে মোটামুটি স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরেও স্বাভাবিক ছিল। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয় প্রবল বৃষ্টি। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এবার রেকর্ড বৃষ্টি হয় ৫ অক্টোবর। তারপর বৃষ্টি কমে এলে শুরু হয় গরম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ রোববার (১৫অক্টোবর) বলেন, এখন মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার সময়। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে থেকে এটি বিদায় নিয়েছে বলা যায়। চট্টগ্রামে এর রেশ কিছুটা রয়ে গেছে। এখন মৌসুমি বায়ুর বিদায় আর ঠান্ডা বয়ে নিয়ে আসা পুবালি বাতাসের মধ্যে সংঘাত হয়। এরপরই তাপমাত্রা কমতে থাকবে। ইতিমধ্যে কমতে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বজলুর রশীদ বলছিলেন, আগামী মঙ্গল বা বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই কমতে শুরু করেছে। তা আরও কমতে পারে।

গত শুক্রবার (১৩অক্টোবর)  সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। তবে এতে তেমন কোনো প্রভাব পড়েনি দেশে। আর আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে লঘুচাপ সৃষ্টির বা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলছিলেন, বৃষ্টি না হলেও গরমের তীব্রতা থাকবে না। এখন তাপমাত্রা কমা-বাড়ার মধ্যে থাকবে। মাসের শেষ দিক থেকে তাপমাত্রা বেশি মাত্রায় কমতে শুরু করতে পারে।

মৌসুমি বায়ু বিদায়ের এ সময়ে দেশে বৃষ্টি কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি প্রতিদিন তুলে ধরে। অধিদপ্তরের সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ৪৪টির মধ্যে মাত্র ২টি স্টেশনে বৃষ্টি হয়েছে।

একে/


তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর

খবরটি শেয়ার করুন