মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

যুবরাজ-হেজেলের পরিবারে নতুন সদস্য

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

যুবরাজ সিংয়ের বাড়িতে নতুন সদস্য এসেছে। তাঁদের একটি পুত্র সন্তান, ওরিয়ন কিচ সিং তো ছিলই, এবার তার আদর ভাগ করে নিতে আরও একজন এল। হ্যাঁ, যুবরাজ এবং তাঁর স্ত্রী হেজেলের কন্যাসন্তান জন্ম নিয়েছে।

শুক্রবার, ২৫ অগস্ট যুবরাজ নিজেই সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি পোস্ট করে এই খবর দিয়েছেন। জানিয়েছেন এবার তাঁদের সংসার পরিপূর্ণ হল, তাঁদের জীবনে নতুন মানুষ, তাঁদের দ্বিতীয় সন্তান এসেছে। ওরিয়নের বোনের নাম অরা রাখা হয়েছে।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় যুবরাজ এবং মডেল হেজেল কিচ। এরপর কয়েক বছর আগে তাঁদের প্রথম সন্তান ওরিয়নের জন্ম হয়। গত বছরের ফাদারস ডেতে তার নাম প্রকাশ্যে আনেন যুবরাজ এবং হেজেল। এবার এই শুক্রবার তাঁদের একরত্তির ছবি সহ নাম পোস্ট করলেন।

যুবরাজের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁরা চারজনেই খাটের উপর বসে। হেজেলের কোলে তাঁদের ছেলে ওরিয়ন এবং যুবরাজের কোলে তাঁদের কন্যা, অরা। দুজনের মুখেই দুধের বোতল। এই ছবিটা পোস্ট করে যুবরাজ লেখেন, 'বিনিদ্র রাতগুলো আরও মজাদার হয়ে গিয়েছে আমাদের ছোট্ট রাজকুমারী অরা আসার পর থেকে। আমার পরিবার এবার সম্পূর্ণ হল।'

আরো পড়ুন: বিশ্বকাপে আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জয়: সাকিব

তাঁর এই পোস্টে অনেকেই শুভ কামনা জানিয়েছেন।প্রীতি জিন্তা লিখেছেন 'মা বাবাকে অনেক শুভেচ্ছা।' মুম্বই ইন্ডিয়ান্সের তরফেও তাঁদের শুভেচ্ছা জানানো হয়। বিপাশা বসু, ইরফান পাঠান, রিচা চাড্ডা, সুরেশ রায়না, হরভজন সিং, নমন ওঝা সহ অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিপাশা লেখেন, ‘অনেক শুভেচ্ছে নিও’। সুরেশ রায়না লেখেন ‘শুভেচ্ছা পাজি’। রিচা চাড্ড তাঁর কমেন্টে লেখেন ‘কাকে ছেড়ে কাকে দেখি’। হরভজন সিং ভালোবাসার ইমোজি পোস্ট করেছেন।

এসি/ আই.কে.জে/


যুবরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন