সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যে ২ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি আ.লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে ২৯৮ আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুইটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি।

এই আসন দুটো হলো, কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫। এই আসন দুটোর প্রার্থীর নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

এদিকে এই আসন দুটোর একটি কুষ্টিয়া-২ এ সংসদ সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।

অপরটি নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির সেলিম ওসমান।

রোববার (২৬শে নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরো পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

এর আগে ২৩শে নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে তিনশ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০শে নভেম্বর।

এসি/


আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা

খবরটি শেয়ার করুন