শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান *** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য: প্রধান উপদেষ্টা

‘রাজকুমার’ নিয়ে পাবনায় শাকিব, নায়িকা যুক্তরাষ্ট্রে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পাবনায় সোমবার শুরু হয়েছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিতেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এখন অবস্থান করছেন পাবনায়। কাজ চলবে টানা ৯ দিন। আর সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি এখন আছেন যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক আরশাদ আদনান।

জানা গেছে, গেল ১২ই ডিসেম্বর শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফিকে নিয়ে ঢাকায় শুটিং শুরু করেন নির্মাতা হিমেল আশরাফ। শুটিং হয় তিনদিন। এরপর ১৫ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন নায়িকা কোর্টনি কফি। আর আজ থেকে শুরু হয়েছে পাবনায় শুটিং।

আগামী ২২ বা ২৩শে জানুয়ারি ‘রাজকুমার’ টিম যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে শুটিং শেষ করে নায়িকাসহ ঢাকায় ফিরবেন তারা। এরপর উড়াল দেবেন ভারতে। সেখানে শুটিং হবে ৮ দিন।

‘রাজকুমার’র শেষ অংশের কাজ হবে রামোজি ফিল্ম সিটিতে। সেখানে সিনেমার অ্যাকশনের দৃশ্য ও একটি গানের শুটিং করা হবে বলে জানা গেছে।

আরো পড়ুনমাহির পা ধুয়ে বরণ করলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা

রাজকুমার এর প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘পরিকল্পনা করে আমরা ছবির কাজটি এগিয়ে নিচ্ছি। কোর্টনি কফির বাংলাদেশ অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তার অংশের বেশির ভাগ কাজ হবে যুক্তরাষ্ট্রে। এরপর কাজ হবে ভারতে। এই ছবির পুরো ফাইটের শুটিং হবে রামোজি ফিল্ম সিটিতে। সেখানে একটি গানের কাজও হবে। আর তিনটি গানের শুটিং হবে আমেরিকায়।’

পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

এসি/ আই. কে. জে/ 

‘রাজকুমার’ পাবনায় শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন