সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হাটে ক্রেতা কম

রাজধানীর পশুর হাটগুলোয় উঠেছে প্রচুর গরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো রাজধানীর পশুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। তবে এখনো জমে ওঠেনি পশুর হাট। হাটে ক্রেতা কম, দর্শনার্থী বেশি। সবাই ঘুরে ঘুরে গরু দেখছেন, কিন্তু তেমন কেউ কিনেছেন না। বিক্রেতারা বলছেন, বেশির ভাগই ঈদের আগের দিন পশু কেনেন। কারণ তাদের রাখার জায়গা নেই। এজন্য হাট জমতে একটু সময় লাগবে।

বিশাল এলাকা জুড়ে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসেছে। কয়েক দিন আগে থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু আনতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে গরু। হাট ঘুরে প্রচুর পরিমাণে গরু দেখা গেলেও ক্রেতাদের উপস্থিতি এখনো সেভাবে দেখা যায়নি। এছাড়া বিক্রেতারা প্রতিটি গরুর দাম বেশি চাচ্ছেন। বিশেষ করে মাঝারি সাইজের গরুর দাম অতিরিক্ত হাঁকছেন বিক্রেতারা। অন্যদিকে যে অল্প সংখ্যক ক্রেতারা হাটে আসছেন, তারা শুধু দাম সম্পর্কে জানছেন। খুব কম সংখ্যক ক্রেতা গরু কিনছেন। সেই কারণে হাটে স্থাপিত হাসিল বুথগুলোও ফাঁকা দেখা গেছে। 

মেহেরপুর থেকে আফতাবনগর হাটে সাতটি গরু এনেছেন আজগর আলী নামের একজন বিক্রেতা। তিনি বলেন, হাটে গরুর কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে গরু। এসব গরুর মধ্যে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। সেইসঙ্গে দামও বেশি। যদিও এবার গরুর দাম বেশি যাবে, কারণ এবার বেশি দামে গরু কিনেছেন পাইকাররা। মূলত গরুর খাবারের দাম অনেক বেশি যাচ্ছে, তাই সব ধরনের গরু বাড়তি দামে কেনা আমাদের। গত বছর যে গরু দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে, এবার সেই গরু কমপক্ষে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হবে।

তিনি আরো বলেন, হাটে এসেছি চার দিন হয়ে গেল, কিন্তু সাতটি গরুর মধ্যে এখনো একটি গরুও বিক্রি হয়নি। আসলে হাটে সেভাবে এখনো ক্রেতা আসতে শুরু করেনি। হাট জুড়ে শুধু গরুই আছে কিন্তু তেমন ক্রেতা নেই। হয়তো আগামীকাল ও পরশু হাট জমজমাট হবে। এখন হাটে অল্প সংখ্যক ক্রেতা আসছে। তবে তারা গরু কিনছে না, হাট ঘুরে শুধু গরুর দরদাম জানছে।

গরুর দাম কেমন চলছে—এ বিষয়ে ধারণা দিয়ে সিরাজগঞ্জ থেকে গরু আনা পাইকার জাহাঙ্গীর আলম বলেন, গরুর দাম এবার বেশি যাচ্ছে। কারণ গরুর খাবারের দাম বেশি ও পরিবহন খরচ বেশি। আমার কাছে পাঁচটি গরু আছে এর মধ্যে তিনটি মাঝারি সাইজের আর দুইটা তুলনামূলক বড়। এখানকার একটি গরু ওজন প্রায় ৪ মণ। এই গরুর দাম চাচ্ছি ১ লাখ ৪০ হাজার। গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি যাচ্ছে। তবে এখনো সেভাবে ক্রেতা হাটে না আসায় অনেকেই গরু বিক্রি করতে পারছে না। ক্রেতারা এসে শুধু দরদাম করে চলে যাচ্ছে।

রাজধানীর গাবতলী হাটে গরু কিনতে এসেছেন একজন ব্যবসায়ী। তিনি বলেন, প্রতি বছর এই হাট থেকেই কোরবানির গরু কিনি। এই হাটটিও বড় হাটের মধ্যে একটি, তাই প্রচুর গরু পাওয়া যায়। আজ এসেছি মূলত গরুর দরদাম দেখতে। এসে যা বুঝলাম তাতে দেখলাম বিক্রেতারা এবার গরুর দাম বেশি চাচ্ছে। আর মাঝারি সাইজের গরুর চাহিদা যেহেতু সবচেয়ে বেশি তাই বিক্রেতারা এই গরুগুলো দাম আরো বেশি দাম চাচ্ছে। গতবার দেড় লাখ টাকার গরু এবার চাওয়া হচ্ছে ২ লাখ টাকা। তবে দাম বেশি চেয়েও বিক্রেতারা হতাশ, কারণ হাটে এখনো ক্রেতা নেই। হাট এখনো জমে ওঠেনি, কাল থেকে জমে উঠতে পারে। আজ আমিও গরু কিনতে আসিনি, একটু বাজার ঘুরে ধারণা নিতে এসেছি।

গাবতলী হাটে সাজেদুর রহমান সাজু বলেন, হাটে যেহেতু এখনো সেভাবে ক্রেতা আসতে শুরু করেনি, তাই প্রকৃত বাজার কেমন যাবে—তা বোঝা যাচ্ছে না। তবে বিক্রেতাদের দিক থেকে গরুর দাম চাওয়া হচ্ছে আনুমানিক মণের হিসাবে। যে গরু যে কয় মণ সেই গরুর দাম সেভাবে চাওয়া হচ্ছে। বিক্রেতারা প্রতি মণে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাম চাচ্ছে। একটি গরু যদি দেখে মনে হয় এর ওজন পাঁচ মণ হবে তাহলে বিক্রেতারা চাচ্ছে দেড় লাখ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে বাজারে আজ গরু কেনার ক্রেতা সেই অর্থে নেই। যারা আসছে তারা শুধু দাম জানতে চাচ্ছে। এছাড়া সিংহভাগ ক্রেতার চাহিদায় আছে মাঝারি সাইজের গরুগুলো। সব কারণ মিলিয়ে মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি যাচ্ছে।

আরো পড়ুন: গবাদি পশুর বাজার নিয়ে সরকারি নির্দেশনা জারি

হাটে ঘুরে ঘুরে গরু সাজানোর মালা ও ঘণ্টাসহ সাজসজ্জার উপকরণ বিক্রি করছিলেন মোবারক হোসেন। তিনি বলেন, হাট থেকে গরু কেনার ক্রেতা আজ কম। হাট এখনো জমে ওঠেনি, তাই আমার সাজ-সজ্জার জিনিসগুলোও কম বিক্রি হচ্ছে। হাটের মধ্যে ক্রেতাদের ঢুকে শুধু দরদাম করতেই দেখা যাচ্ছে, কিন্তু খুব কম মানুষ গরু কিনছে। গরু কিনতে যারা আসছে সবাই বলছে এবার গরুর দাম বেশি।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন