সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিক হতাহতের ঘটনায় ওনাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

রাজধানী ঢাকায় গত ২৮ অক্টোবর শনিবার বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচি চলার সময় দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলা এবং একই সময় পুলিশের টিয়ার শেল নিক্ষেপ চলাকালে কাকরাইলে রিকশা থেকে পড়ে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন (ওনাব)।

রোববার (২৯ অক্টোবর) ওনাব-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী এই নিন্দা জানিয়েছেন।  

বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ এবং তা জাতির সামনে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু এই কাজ করতে গিয়ে কেউ যদি আক্রমণের শিকার হয় সেটা খুবই দুঃখজনক। আমরা পেশাগত দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি। আহত সাংবাদিকদের চিকিৎসা এবং নিহত রফিক ভূঁইয়ার পরিবারকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।

সর্বোপরি রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের নিরপাত্তা নিশ্চিত করতে সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানায় ওনাব।

এসকে/ আই.কে.জে/


হামলা সাংবাদিক ২৮ অক্টোবর বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন ওনাব

খবরটি শেয়ার করুন