মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

রাজশাহী-সিলেটের ভোটে অনিয়মের খবর নেই: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে তিনি এ তথ্য জানান।

ইসি রাশেদা বলেন, নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ হচ্ছে, এখন পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (এভিএম) জটিলতার কোনো খবর আসেনি জানিয়ে তিনি বলেন, শুরুতে শুধু রাজশাহীর একটা জায়গায় একটু সমস্যা হচ্ছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে।

তিনি বলেন, এটা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, উনি তখন ওখানেই ছিলেন। ওটা ঠিক সময়ই শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে খুব একটা কোনো তথ্য আস

ইভিএমে ত্রুটি হলে সেটা মোকাবিলা করার সক্ষমতা আছে বলেও জানান তিনি। বলেন, ইভিএমে কোনো ত্রুটি দেখা দিলে আপনারা জানেন, আমাদের ব্যাকআপ মেশিন আছে, কারিগরি টিম আছে। যদি কোনো সমস্যা হয়, আমরা সাথে সাথেই সেটা দূর করার চেষ্টা করব।

দুই সিটিতেই ভোটার উপস্থিতি ভালো জানিয়ে ইসি রাশেদা বলেন, সিলেটের কোনো কোনো কেন্দ্রে গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তাই দুই-একটা কেন্দ্রে ভোটার কিছুটা কম। অন্য জায়গায় ভালো। আর রাজশাহীতে তো খুবই ভালো।

রাজশাহী ও সিলেট সিটিতে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ৮ লাখ ৩৮ হাজারের বেশি ভোটার ভোট দিচ্ছেন। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদ মিলিয়ে দুই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করছেন সোয়া পাঁচশ প্রার্থী।

আরো পড়ুন: নিজে ভোগ করতে ক্ষমতায় আসিনি, মানুষের উন্নতি করেছি: শেখ হাসিনা

দুই সিটির ৩৪৫টি কেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগের তিন সিটি করপোরেশনের মতো দুই সিটি নির্বাচনেও ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে।

এবারও ঢাকা থেকে সিসি ক্যামেরায় মাধ্যমে সরাসরি ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

এম/


রাজশাহী সিলেট খবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন