মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফাইল ছবি
উত্তর কোরিয়া যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে তবে দেশটিকে মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন প্রশাসন।
বুধবার (৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের জন্য উত্তর কোরিয়া যদি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করে তবে পিয়ং ইয়ংকে মূল্য চুকাতে হবে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করেছেন।
এব্যাপারে জ্যাক সুলিভান বলেন, “উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে অস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনা সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। ইউক্রেনে আগ্রাসন চালানো এবং দেশটির শস্যের সংরক্ষাণাগার ও প্রধান শহরগুলোর বিভিন্ন অবকাঠামো ধ্বংস করার জন্য যদি উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে তবে তা দেশটির ওপর ভালোভাবে প্রতিফলিত হবে না। উত্তর কোরিয়ার এমন কার্যকলাপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের মূল্য চুকাতে হবে।”
তবে উত্তর কোরিয়া এবং রাশিয়া বরাবরই অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন